আয়ি নাছিমে কুঁয়ি মুহাম্মদ
বেদম শাহ্ ওয়ারিছী
---------------------------
আয়ি নাছিমে কুঁয়ি মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম
খিঁচনে লাগা দিল ছুঁয়ে মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম।
ক্বাবা হামারা কুঁয়ি মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম
মাছহাফে ঈমা রূঁয়ে মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম \ ঐ
লেকে মুরাদে দিল আয়েঙ্গে, মর জায়েঙ্গে মিট জায়েঙ্গে
পৌহছে তো হাম তা কুঁয়ে মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম \ ঐ
ত্ব’বা কি জানিব তাক নে ওয়ালো, আখেঁ খোল হুশ সাম্ভালো
দেখো কাদ্দে দিল জুঁয়ে মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম \ ঐ
নাম উছিকা বাবে করম হে, দেখ্ ইয়েহি মেহেরাবে হেরম হে
দেখ্ খমে আব রূঁয়ে মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম \ ঐ
হাম ছবকা রুখ ছুঁয়ে কাবা, ছুঁয়ে মুহাম্মদ রূঁয়ে কাবা
কাবে কা কাবা ছুঁয়ে মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম \ ঐ
বিণি বিণি খুশবো লেহেকি, ‘বেদম’ দিল কি দুনিয়া মেহেকি
খুল গেঁয়ে যাব গে ছুঁয়ে মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম \ ঐ