হৃদয়ের গভীরে রেখেছি যারে - ইকবাল হোসাইন

Join Telegram for More Books
 হৃদয়ের গভীরে রেখেছি যারে
ইকবাল হোসাইন
--------------------------------------
হৃদয়ের গভীরে রেখেছি যারে
নূর নবীরে আমার প্রিয় নবীরে।

অন্যায় অনাচারে ভরা ছিল জগত ভরা ছিল
দয়াল নবী এসে সবি দুর করিল (২)
এমন নবীর শান মান, কি করে করি বয়ান
সেই নবীজির গাই গুনগান প্রেমের সূরে। ঐ

দ্বীনর স্বার্থে নবী কত আঘাত পেল
উম্মতের ও কথা ভেবে সয়ে নিয়ো
সবি সয়ে নিল (২)
এমন নবীর তুলনা, করো সাথে হবেনা
এমন নবীর তুলনা, করো সাথে হবেনা
সেই নবীকে ভালবাসি মনে প্রাণেরে। ঐ

সেই নবীজি আছেন শুয়ে মদিনা শহরে
দেখার লাগি কত আকুতি আমারি অন্তরে (২)
উম্মত ইকবাল আমি, হতে চাই আর দামি
সারা জীবন থেকে তাহার চরণও ধরে। ঐ

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!