জানের চেয়ে ভালোবাসি সোনার মদিনা
মাওলানা অলিউল্লাহ আশেকী
-------------------------------------------------
জানের চেয়ে ভালোবাসি সোনার মদিনা
লাগবে তো কেন, সে তাই শাহে মদিনা \
পৃথিবীর কত দেশে কত যে গেলাম
কোনো জায়গা কোনো খানে শান্তি না পেলাম
শান্তি যদি পেতে চাও, চলো মদিনা \ ঐ
দোয়াল নবী বলে আল্লাহ, আরজি শুননা
খানায কাবায় অনেক বরকত, দিয়েছে রব্বানা
মদিনাতে দ্বিগুণ বরকত, দাওগো ঘোষণা \ ঐ
শুধু নবীর জিয়ারতে গেলে মদিনায়
যাওয়া হবে নবীজির জীবিত অবস্তায়
এইকথা আমার কথা না, নবীর ঘোষণা \ ঐ
তাইতো আশেক বার বার নবীর রওজায়
মুনাফিকরা ঐ মদিনায় যাইতে নাহি চায়
দিদার ছাড়া আশেকরা দেশে ফিরে না \ ঐ