সিরিকোট
– মুহাম্মদ আবদুল করিম
--------------------------------
গঙ্গর চুড়া-পাহাড় সিরিকোট নাম
আধ্যাত্মিক ভরা অভিনব দরবার,
কতনা দয়া, মায়ায় ঘেরা অবিরাম;
মনোজ্ঞ ঐ পুণ্যদৃশে কতো উপকার!
রসুল-বাগ পুষ্পকেতু, সে পয়গাম;
ছড়ালে স্নিগ্ধসুবাস; দূর হাঁহাঁকার,
পথদিশায় এনেছে মুক্তি-জাহান্নাম
পরম্পরা হেথা আস্তানা রাহনুমার।
গঙ্গর চুড়া-পাহাড় সিরিকোট নাম
আধ্যাত্মিক ভরা অভিনব দরবার,
কতনা দয়া, মায়ায় ঘেরা অবিরাম;
মনোজ্ঞ ঐ পুণ্যদৃশে কতো উপকার!
রসুল-বাগ পুষ্পকেতু, সে পয়গাম;
ছড়ালে স্নিগ্ধসুবাস; দূর হাঁহাঁকার,
পথদিশায় এনেছে মুক্তি-জাহান্নাম
পরম্পরা হেথা আস্তানা রাহনুমার।
ভক্ত-হৃদয়ে স্মরণ; নেই আবরণ
ওহে হোসাইনি প্রতিচ্ছবি দয়াময়,
‘সরে কোহ্’ হতে আবেই শেষ-শয়ন;
ডাকি বারবার, যেন দূরে মৃত্যুভয়!
সালাম দিয়ে পদচিহ্ন করে চুম্বন
এ পূতবন্ধন অটুট রবে নিশ্চয়।
অন্ত্যমিল : কখকখকখকখ—গঘগঘগঘ
শব্দ পরিচিতি :
গঙ্গর : পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের একটি উপত্যকা। এর সর্বোচ্চ পর্বতচুড়ায় ‘সিরিকোট দরবার শরিফ’ অবস্থিত।
রাহনুমা : পথ প্রদর্শক।
সরে কোহ্ : ‘সর’ অর্থ-মাথা, চুড়া; আর ‘কোহ্’ মানে পাহাড়। এককথায় পাহাড়চুড়া। ‘সরে কোহ্’-এর পরিবর্তিত রূপের নামকরণ হয় ‘সিরিকোট’।