السُّوَالُ : اكْتُبْ رِسَالَةً إِلى أُمِّكَ تَطْلُبُ مِنْهَا أَلْفَ تَاكَا-
الإجابة:
بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
أَبُو بَكْرٍ.
مَسْكَنُ الطُّلابِ، مَدْرَسَةُ الْجَامِعَةُ الْأَحْمَدِيَّةُ السنية العالية، شِيْتَا غُونغ.
التاريخ : .........
امى الْمُحْتَرَمَة !
السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُه
بَعْد التَّحِيَّةِ المُبَارَكَةِ رَجَائِي أَنَّكُنَّ جَمِيعًا بِعَيْنِ اللهِ وَتَوْفِيقِهِ بِالْخَيْرِ وَالسَّلَامَةِ، وَأَنَا أَيْضًا بِحُسْنِ دُعَائِكُنَّ بِالْعَافِيَةِ. وَالْخَبَرُ إِنِّي الْتُحقت بالصَّفِ الْعَالِم الأنَ أَنَا فِي حَاجَةٍ إِلَى الْفِ تَاكَا لشراء الكتب الدراسِيَّةِ وَقَضَاءِ الحَوَائِجِ الشَّخْصِيَّةِ فَتُرْسِلُنَ إِلَى هَذَا الْمَبْلَغَ فِي أَقْرَبِ وَقَةٍ مُمْكِن كَيْ لَا أَوَاجِهَ آيَةً مُشْكِلَهُ، وَأَنَا آتِي الْبَيْتَ فِي عُطْلَةِ الْعِيدِ إِنْ شَاءَ اللَّهُ تَعَالَى -
تُبَلِغْنَ السَّلَامَ إلى أبى الْمُكْرَمِ وَالشَّفَقَةَ إِلَى الْأَخَوَاتِ وَالْإِخْوَانِ الصَّغَارِ خِتَامًا ادعو الله سُبْحَانَهُ وَتَعَالَى دَوَامَ صِحَتِكُنَّ -
ابْنَكُنَّ الْعَزِيزُ
أبو بَكْرٍ
প্রশ্ন : এক হাজার টাকা চেয়ে তোমার মায়ের নিকট একটি পত্র লেখ।
উত্তর:
বিসমিল্লাহির রাহমানির রাহীম।
আবু বকর
ছাত্রাবাস, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া, চট্টগ্রাম ।
তারিখ:.........
শ্রদ্ধেয় আম্মাজান,
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ
মোবারক অভিবাদনের পর, আশা করি আপনারা সকলে মহান আল্লাহর মেহেরবানিতে ভালো ও সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ার বরকতে ভালো আছি।
পর সংবাদ হলো, আমি আলিম শ্রেণিতে ভর্তি হয়েছি। পাঠ্যবইসমূহ ক্রয় ও ব্যক্তিগত প্রয়োজনে আমার এক হাজার টাকা প্রয়োজন। যথাসম্ভব নিকটবর্তী সময়ে আমার জন্য এ পরিমাণ টাকা পাঠিয়ে দিবেন, যেন আমি কোনো প্রকার সমস্যার সম্মুখীন না হই। ইনশাআল্লাহ ঈদের ছুটিতে আমি বাড়ি আসব।
আমার শ্রদ্ধেয় আব্বাকে সালাম ও ছোট ভাইবোনদেরকে স্নেহ দিবেন। পরিশেষে আপনাদের স্থায়ী সুস্থতা কামনা করে আল্লাহ তায়ালার দরবারে দোয়া করছি।
আপনাদের প্রিয় সন্তান
আবু বকর