السؤال : أكتُبْ رِسَالَةً إِلى أَبيكَ تَطْلُبُ فِيهَا التَّقود لشراء الكتب الدراسية –
الإجابة:
بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
حَبِيبُ الرَّحْمَنِ
مَسْكَنُ الطُّلابِ مَدْرَسَةُ الْجَامِعَةُ الْأَحْمَدِيَّةُ السنية العالية، شِيْتا غُونَ.
التاريخ :
أَبِي الْمُحْتَرَم
السّلامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ
بَعْدَ السَّلَامِ الْمَسْنُونِ وَالتَّحِيَّةِ الطَّيِّبَةِ أَرْجُو إِنَّكُمْ بِخَيْرٍ وَسَلَامَة بِفَضْلِ اللهِ سُبْحَانَهُ وَتَعَالَى، وَأَنَا أَيْضًا اَلْحَمْدُ لِلَّهِ بِالصّحة الثامة ببَرَكَةِ دُعَائِكُمْ أبي المكرم اَنْتَ تَعْلَمُ انّى نَجَحْتُ فِى الْاِمْتِحَانِ الْمَرْكَزِيَّ لِلدَّاخِلِ المُنْعَقِدُ عَامَ ۲۰۱۹ م بِتَقْدِيرِ أ+ وَالْتَحَقْتُ بِالسَّنَةِ الأولى لِلْعَالِمِ، فَلهُدًا مَسَّتْنِي الْحَاجَةُ لِشِرَاءِ الْكُتُب الدراسية -
فَالرَّجَاهُ مِنْكُمْ أَنْ تُرْسِلُوْا إِلَيَّ الْفَيْنِ نَاكَا لِشِرَاءِ الْكُتُبَ لِلصَّقِ الْجَدِيدِ في أسرع وقت ممكن. ثُمَّ اَطْلُبُ مِنْكُمُ الدُّعَاءَ لِيُوَفِّقْنِي اللهُ الْفَوْزُ فِي الْكَوْنَيْنِ تُبلغغون السلام إلى امى الْمُحْتَرَم مَةِ وَإلى اخى الكبيرِ وَالْحُب والشَّفَقَة إلى أخى الصَّغَيْرِ. أدعو الله الصحتِكُمُ الكَامِلَة -
ابْنَكُمُ الْمُطِيعُ
حَبِيبُ الرَّحْمنِ
প্রশ্ন : পাঠ্যপুস্তক কেনার জন্য টাকা চেয়ে তোমার পিতার নিকট একটি পত্র লেখ।
উত্তর:
বিসমিল্লাহির রাহমানির রাহীম
হাবিবুর রহমান
জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া, চট্টগ্রাম ।
তারিখ :
শ্রদ্ধেয় আব্বাজান,
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ
মাসনুন সালাম ও পবিত্র অভিবাদন বাদ, আশা করি মহান আল্লাহর কৃপায় আপনারা ভালো- ও সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে পূর্ণ সুস্থ আছি। আব্বাজান, আপনি অবশ্যই অবগত আছেন যে, ২০১৯ সালে অনুষ্ঠিত দাখিল কেন্দ্রীয় পরীক্ষায় আমি A+ পেয়ে উত্তীর্ণ হয়ে আলিম প্রথম বর্ষে ভর্তি হয়েছি। তাই পাঠ্যপুস্তক কেনার জন্য আমার টাকা প্রয়োজন ।
আশা করি যথাসম্ভব দ্রুততম সময়ের মধ্যে নতুন শ্রেণির পুস্তকাদি কেনার জন্য দু'হাজার টাকা পাঠিয়ে দিবেন। অতঃপর আপনার দোয়া কামনা করছি, যাতে আল্লাহ তায়ালা উভয় জগতে সফলতার তৌফিক দেন। আমার সম্মানিত মাতা ও বড় ভাইয়ের প্রতি সালাম এবং ছোট ভাইয়ের প্রতি স্নেহ ও ভালোবাসা রইল। পরিশেষে আপনাদের পূর্ণ সুস্থতার জন্য আল্লাহর নিকট দোয়া করছি।
আপনাদের অনুগত সন্তান
হাবিবুর রহমান