السُّؤال : اكْتُبْ عَرِيْضَةً إِلى مُدِيرِ الْمَدْرَسَةِ تَسْتَأْذِنَ فِيهَا الِرِحْلَةٍ عِلمِيَّةٍ وَتَطْلُبُ بَعْضَ الْمُسَاعَدَةِ مِنْ صُدُوقِ الطَّلاب -
الإجابة :
إلى مُدِيرِ الْمَدْرَسَةِ
مَدْرَسَةُ الْجَامِعَةُ الْأَحْمَدِيَّةُ السنية العالية، شِيْتا غُونَ.
إلى مُدِيرِ الْمَدْرَسَةِ
مَدْرَسَةُ الْجَامِعَةُ الْأَحْمَدِيَّةُ السنية العالية، شِيْتا غُونَ.
الْمَوْضُوعَ : الْإِسْتِنْذَانُ لِرِحْلَةِ عِلْمِيَّةٍ وَطَلَبُ بَعْضِ الْمَسَاعَدَةِ لَهَا مِنْ صندوق الطلاب -
سيدي المكرم!
السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ
السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ
بَعْدَ السَّلَامِ الْمَسْنُونِ وَالتَّحِيَّةِ الْمُبَارَكَةِ نَحْنُ الْمَوقِعُونَ أَدْنَاهُ طُلاب الصَّفِ الْعَالِمِ مِنْ مَدْرَسَتِكُمْ هَذِهِ، تُفِيدُكُمْ عِلْمًا بِأَنَّنَا اتَّفَقْنَا عَلَى رحلة علمية إلى مَكَانِ تَارِيخِي لِبَنْغَلَادِيْشَ كُوتُ بَارِي بِكُوْمِلا " فِي الْعُطْلَةِ الشَّتَانِيَّةِ الْقَادِمَةِ فِي هَذِهِ السَّنَةِ بِتَارِيخ ......م لهْدًا نَحْنُ نَطْلُبُ مِنْكُمُ الْإِذْنَ وَبَعْضَ الْمُسَاعَدَةِ مِنْ صُندوقِ الطَّلاب -
فَنَرْجُو مِنْ حَسَنِ تَعَطَّفَاتِكُمْ أَنْ تَتَكَرَّمُوْا عَلَيْنَا بِإِذْنِ الرِّحْلَةِ وَبِبَعْضٍ الْمُسَاعَدَةِ وَلَكُمْ جَزِيلُ الشَّكْرِ وَفَائِقُ الْاِحْتِرَامِ -
الْمُقَدِّمُ
طلاب الصَّقِ الْعَالِم
التاريخ :
طلاب الصَّقِ الْعَالِم
التاريخ :
প্রশ্ন : শিক্ষাসফরের অনুমতি এবং ছাত্রকল্যাণ তহবিল থেকে কিছু সাহায্য চেয়ে অধ্যক্ষ বরাবর একটি দরখাস্ত লেখ।
বরাবর
অধ্যক্ষ
জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া, চট্টগ্রাম ।
বিষয় : শিক্ষা সফরের অনুমতি ও ছাত্রকল্যাণ তহবিল থেকে কিছু সাহায্যের আবেদন।
মহাত্মন,
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ
মাসনুন সালাম ও পবিত্র অভিবাদনপূর্বক বিনীত নিবেদন এই যে, আমরা নিম্ন স্বাক্ষরকারীগণ আপনার অত্র মাদরাসার আলিম শ্রেণির ছাত্রবৃন্দ। আপনাকে এ মর্মে জানাচ্ছি যে, আমরা এ বছর আগামী শীতের ছুটির তারিখে বাংলাদেশের ঐতিহাসিক স্থান কুমিল্লা কোটবাড়িতে শিক্ষা সফরে যাওয়ার জন্য একমত হয়েছি। তাই আমরা আপনার অনুমতি ও ছাত্রকল্যাণ তহবিল থেকে কিছু সাহায্য প্রার্থনা করছি।
অতএব মহোদয় সমীপে আমাদের আকুল আবেদন, আমাদেরকে অনুমতি প্রদান ও কিছু আর্থিক সহায়তা প্রদানে হুজুরের মর্জি হয়। আপনাকে যথাযথ সম্মান প্রদর্শনপূর্বক অশেষ ধন্যবাদ।
নিবেদক
আলিম শ্রেণির ছাত্রবৃন্দ
তারিখ :