গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান নিয়োগ পরীক্ষার ভাইভা প্রশ্নোত্তর পর্ব-০১ | Library and Information Science Jobs Interview Question Answer Part-01

Join Telegram for More Books
গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান নিয়োগ পরীক্ষার ভাইভা প্রশ্নোত্তর পর্ব-০১ | Library and Information Science Jobs Interview Question Answer Part-01

জাতীয় বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের অধীনে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানে ডিপ্লোমা, স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষা এবং সহকারী লাইব্রেরীয়ান, লাইব্রেরীয়াতে সকল নিয়োগ পরীক্ষার পরীক্ষার ভাইভা প্রশ্নোত্তর পর্ব-০১

Viva Question and Answer Part-01 of all Recruitment Examinations for Diploma, Graduate and Post Graduate Examinations in Library and Information Science under National University including other Universities and Assistant Librarian, Librarians

প্রশ্ন: আধুনিক গ্রন্থাগারের সংজ্ঞা দাও।

উত্তর: Library শব্দ Liber থেকে এসেছে। গ্রন্থের শ্রেণীবদ্ধ সংগ্রহকে বলা হয় গ্রন্থাগার। সাধারণ অর্থে সমাজের সর্বস্তরের মানুষের তথ্য সেবা ও সুশিক্ষার জন্য জ্ঞানের সকল শাখা, তথ্য ও উপাত্ত পদ্ধতিগত ভাবে যেখানে সংগ্রহ ও সংরক্ষণ করা হয় তাকে গ্রন্থাগার বলে ।


প্রশ্ন: গ্রন্থ বলতে কি বুঝ?

উত্তর: The World Book Dictionary এর সংজ্ঞা অনুযায়ী গ্রন্থ হলো, "Written or printed sheets of paper bound together between two covers, অর্থাৎ' দুটি কভারের মধ্যে একত্রে কিছু কাগজের লিখিত বা মুদ্রিত শীট যখন বাধাই করা হয় তখন তাকে গ্রন্থ বলা হয়। UNESCO গ্রন্থের সংজ্ঞা এভাবে দিয়েছে, "A Non periodical printed publication of atleast 49 pages excluding covers" অর্থাৎ কভার ব্যতীত কমপক্ষে ৪৯ পৃষ্ঠার প্রকাশনা যা সাময়িকী নয়, তাহাই গ্রন্থ।


প্রশ্ন: প্রথম কোথায় প্রাচীন গ্রন্থাগার গড়ে উঠে?

উত্তর: প্রাচীন বেবিলিয়ন ও মেসোপটেমিয়া উপত্যকায় প্রথম গ্রন্থাগার গড়ে উঠে।


প্রশ্ন: গ্রন্থাগারের বৈশিষ্ট্য কয়টি ও কি কি?

উত্তর: বৈশিষ্ট্য ৩টি- যথা: (১) সংগ্রহ (২) সংরক্ষণ ও (৩) বিতরণ।


প্রশ্ন: বাংলাদেশে কপিরাইট আইন কখন অনুমোদন লাভ করে?

উত্তর: বাংলাদেশে ১৭০৯ সালে কপিরাইট আইন অনুমোদিত হয়।


প্রশ্ন: সেনসরশীপ কি?

উত্তর: কোন বিষয়ে বিধি নিষেধ কে সেনসরশীপ বলে।


প্রশ্ন: প্রাচীন লাইব্রেরী গুলোর নাম কি কি?

উত্তর: ১। নালন্দা বিশ্ববিদ্যালয় লাইব্রেরী ২। পারগামাম লাইব্রেরী ৩। আলেকজেন্দ্রিয়া লাইব্রেরী ৪। আসুরবানী পাল লাইব্রেরী।


প্রশ্ন: আসুরবানী পাল গ্রন্থাগার কোথায় ও কখন প্রতিষ্ঠা লাভ করে?

উত্তর: মিশরে অবস্থিত, খ্রীষ্টপূর্ব ৬৬৮-৬২৮, এ্যাসিরীয় সভ্যতার যুগে প্রতিষ্ঠা লাভ করে।


প্রশ্ন: প্রত্নতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে সমাজের ক্রম বিকাশের ধাপ কয়টি ও কি কি?

উত্তর: ধাপ ৪টি যথা:- ১। প্রাচীন প্রস্তর যুগ, ২। নব্য প্রস্তর যুগ, ৩ ব্রোঞ্চ যুগ ও ৪। লৌহ যুগ ।


প্রশ্ন: প্রাচীন প্রস্তর যুগকে কয় ভাগে ভাগ করা হয় ও কি কি?

উত্তর: তিন ভাগে ভাগ করা হয়। যথা:- ১। নিম্ন প্রাচীন প্রস্তর যুগ ২। মধ্য প্রাচীন প্রস্তর যুগ ও ৩। উচ্চ প্রাচীন প্রস্তর যুগ।


প্রশ্ন: মহাসমুদ্রের সাথে গ্রন্থাগারকে কে তুলনা করেছেন?

উত্তর: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর।


প্রশ্ন: গ্রন্থাগারকে হাসপাতালের চাইতে গুরুত্বপূর্ণ কে বলেছেন?

উত্তর: বাংলা সাহিত্যের কবি প্রমথ চৌধুরী।


প্রশ্ন: প্রাচীন যুগে মানুষের মনের ভাব কোথায় লিপিবদ্ধ করে রাখা হত?

উত্তর: ১। মাটিতে ২। পাহাড়ের গায়ে, ৩। গাছের পাতায়, ৪। গাছের বাকলে, ৫। কাঁদা মাটির ফলকে ৬। কাঠ খণ্ডে ৭। পশুর চামড়ায় ৮। পাথর ও ৯। শিলা ইত্যাদিতে।


প্রশ্ন: মানুষ সভ্যতার ইতিহাসে প্রথম লেখার প্রচলন কিভাবে শুরু হয়?

উত্তর: খ্রিষ্টপূর্ব ৬০০০-৩০০০ বছর পূর্বে আচড় কেটে প্রথম লেখার প্রচলন শুরু হয়।


প্রশ্ন: ধ্বনিলিপি কখনও কোথায় আবির্ভাব ঘটে?

উত্তর: খ্রিষ্টপূর্ব প্রায় চার হাজার বছর আগে প্রাচীন মেসোপটেমিয়ার সুমের অঞ্চলে।


প্রশ্ন: মিশরিয়দের প্রথম আবিষ্কৃত লেখার নাম কি?

উত্তর: মিশরিয়দের প্রথম আবিষ্কৃত লেখার নাম হলো Hieroglyphic লিপি।


প্রশ্ন: বেবিলিয়নের প্রথম আবিষ্কৃত লেখার নাম কি?

উত্তর: কিউনিফর্ম লিপি।


প্রশ্ন: আদি কালের লেখার রূপ কয়টি ও কি কি?

উত্তর: ৩টি যথা ১। চিত্রলিপি, ২। ভাবলিপি ও ৩। ধ্বনিব্যঞ্জক লিপি।


প্রশ্ন: প্রাচীন কালে ব্যবহৃত লিখনি সামগ্রী কি কি ছিল?

উত্তর: ক্লেটেবলেট, প্যাপিরাস, পার্চমেন্ট, ভেলাস, ভূর্জপত্র, তালপাতা, কাঠ, পাথর, তুলা এবং রেশম ইত্যাদি।


প্রশ্ন: প্রাচীন কালের লিখন সামগ্রীর নাম কি কি?

উত্তর: ১. পাথর, ২. হাড়, ৩. মাটির চাকতি, ৪. পাপিরাস, ৫. পার্চমেন্ট, ৬. কাঠ, ৭. তুলা, ৮. রেশমী কাপড়, ৯. ক্লে টেবনেট, ১০. কোডেক্স, ১১. তালপাতা, ১২. ভূর্জপাত্র, ১৩. তেরেটপাতা ইত্যাদি।


প্রশ্ন: সর্বপ্রথম কখন ও কোথায় কাগজ আবিষ্কার হয়?

উত্তর: ১০৫ সালে চীনে সর্বপ্রথম কাগজ আবিষ্কার হয়।


প্রশ্ন: কাগজ আবিষ্কারের জনক কে?

উত্তর: চীন সরকারের ওয়ার্কস বিষয়ক মন্ত্রী (Cai-lun) কাইলুন।


প্রশ্ন: প্রথম কাগজের কল কখন ও কোথায় স্থাপিত হয়?

উত্তর: ৭৫৯ খ্রিষ্ঠাব্দে, সমর কান্দের প্রথম কাগজের কল স্থাপিত হয়।


প্রশ্ন: আলেকজেন্দ্রিয়া গ্রন্থাগার কোথায় ও কখন প্রতিষ্ঠা লাভ করে?

উত্তর: মেসিডোনিয়ায় খ্রিষ্টপূর্ব ৩৩১ অব্দে প্রতিষ্ঠা লাভ করে।


প্রশ্ন: আলেকজেন্দ্রিয়া গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা কে?

উত্তর: টলেমী সোটারের পুত্র টলেমী ফিলাডেলফাস আলেকজেন্দ্রিয়া লাইব্রেরী প্রতিষ্ঠা করেন।


প্রশ্ন-২৬: আলেকজেন্দ্রিয়া লাইব্রেরী কখন ধ্বংস হয়?

উত্তর: ১২০৪ বা ১২০৫ সালে বখতিয়ার খলজীর বিহার আক্রমণের সময় ধ্বংস প্রাপ্ত হয়।


প্রশ্ন: নালন্দা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি করে প্রথম ধ্বংস প্রাপ্ত হয় ?

উত্তর: খ্রিষ্টপূর্ব ২য় শতকের মাঝামাঝি সময়ে ধ্বংস হয়।


প্রশ্ন: পারগামাম গ্রন্থাগার কে কোথায় প্রতিষ্ঠা করেন?

উত্তর: রাজা প্রথম এটালাস তুর্কীস্থানের উত্তর পশ্চিমে অবস্থিত এশিয়া মাইনরের রাজধানী পারগামাম নামক স্থানে প্রতিষ্ঠা করেন।


প্রশ্ন: কখন পারগামাম গ্রন্থাগার প্রতিষ্ঠা করা হয়?

উত্তর: খ্রিষ্টপূর্ব ২৪১-১৯৭ অব্দ সময়ে পারগামাম গ্রন্থাগার প্রতিষ্ঠা করা হয়।


প্রশ্ন: পারগামাম গ্রন্থাগারের সংগ্রহশালা কত ছিল?

উত্তর: পারগামাম গ্রন্থাগারের সংগ্রহশালা ছিল ২,০০,০০০ মতান্তরে ১, ৬০,০০০ এর মত।


প্রশ্ন: পরগামাম গ্রন্থাগার কখন এবং কার হাতে ধ্বংস হয়?

উত্তর: খ্রিষ্টপূর্ব ১৩৩ অব্দে রোমান সৈন্যদের হাতে তা ধ্বংস প্রাপ্ত হয়।


প্রশ্ন: নালন্দা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি কখনও কোথায় প্রতিষ্ঠা লাভ করে?

উত্তর: ভারতের বিহার রাজ্যে খ্রিষ্টপূর্ব ৬৪৩-৬২৬ অব্দে প্রতিষ্ঠিত হয়।


প্রশ্ন: নালন্দা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি প্রথম ধ্বংসের পর আবার কখন প্রতিষ্ঠা লাভ করে?

উত্তর: ১৯৫১ সালে নালন্দা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি পুনরায় প্রতিষ্ঠিত হয়।


প্রশ্ন: নালন্দা বিশ্ববিদ্যালয় লাইব্রেরির অপর নামটি কি?

উত্তর: ধর্মগজ নামে অভিহিত।


প্রশ্ন: নালন্দা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির তিনটি পৃথক নাম কি কি?

উত্তর: ১। রত্ন সাগর, ২। রত্ন সম্ভার, ৩। রত্ন রঞ্জক।


প্রশ্ন: নালন্দা লাইব্রেরীতে কোন ধর্মের বইয়ের প্রাধান্য ছিল?

উত্তর: বৌদ্ধ ধর্মের বইয়ের প্রাধান্য ছিল।


প্রশ্ন: প্রাচীন নালন্দা লাইব্রেরীতে বিনা খরচে কতজন ছাত্র-ছাত্রী লেখা পড়া করতে পারতো?

উত্তর: প্রায় দশ হাজার ছাত্র-ছাত্রী বীনা খরচে খেতে, পড়তে ও থাকতে পারত।


প্রশ্ন: নালন্দা বিশ্ববিদ্যালয় লাইব্রেরীর একজন বাঙ্গালী অধ্যক্ষ ও অধ্যাপকের নাম কি?

উত্তর: বাঙ্গালী অধ্যক্ষ ছিলেন শীল ভদ্র ও অধ্যাপক ছিলেন শাস্তি রক্ষিত।


প্রশ্ন: দি বিট্রিশ লাইব্রেরি কোথায় অবস্থিত?

উত্তর: দি ব্রিটিশ মিউজিয়াম গ্রন্থাগার লন্ডন শহরে অবস্থিত।


প্রশ্ন: দি ব্রিটিশ মিউজিয়াম কখন প্রতিষ্ঠা লাভ করে এবং কোথায় অবস্থিত?

উত্তর: ব্রিটিশ মিউজিয়াম ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয় এবং বৃটেনের লন্ডনে অবস্থিত।


প্রশ্ন: ব্রিটিশ মিউজিয়ামের পরিকল্পনা কারী কে? ও কখন পরিকল্পনা গ্রহণ করা হয়?

উত্তর: স্যার হামফ্রে গিলবার্ট, ১৫৭০ সালে পরিকল্পনা গ্রহণ করেন।


প্রশ্ন: প্রথম গ্রন্থাগার বিষয়ক বইয়ের নাম কি, কে লিখেন ও কখন?

উত্তর: ডি রিফর্মড লাইব্রেরী কিপার, জন ডিউরি ও ১৬৫০ সালে।


প্রশ্ন: ব্রিটিশ মিউজিয়ামকে কে প্রথম বই পুস্তক দান করেন এবং কোন সালে?

উত্তর: চিকিৎসাবিদ ও বৈজ্ঞানিক স্যার হ্যান্স স্লোয়ান ১৭৫৩ খ্রিষ্টাব্দে।


প্রশ্ন: কয়টি প্রতিষ্ঠানে যৌথ সমন্বয়ে ব্রিটিশ মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়?

উত্তর: ৪টি প্রতিষ্ঠানকে একত্রিত করে ১৯৭২ সালে ব্রিটিশ মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়।


প্রশ্ন: ব্রিটিশ মিউজিয়ামে সংগৃহিত পাণ্ডুলিপির সংখ্যা ও সর্বমোট সংগ্রহশালা কত?

উত্তর: এক লক্ষেরও অধিক পাণ্ডুলিপি ও প্রায় এক কোটি বই।


প্রশ্ন: আধুনিক মুদ্রন যন্ত্রের জনক কে, তিনি কোন দেশের নাগরিক?

উত্তর: আধুনিক মুদ্রন যন্ত্রের জনক হচ্ছেন জোহান গুটেনবার্গ, জার্মানীর নাগরিক।


প্রশ্ন: মুদ্রন শিল্পের সূচনা প্রথমে কোন দেশে ও কখন শুরু হয়?

উত্তর: খ্রিষ্টীয় নবম শতাব্দীতে চীন দেশে প্রথম মুদ্রণের সূচনা হয়।


প্রশ্ন: বাংলা মুদ্রনের জনক কে ও কখন থেকে বাংলা মুদ্রণ শুরু হয়?

উত্তর: চার্লস উইলকিন্স বাংলা মুদ্রনের জনক ও ১৭৮০ সালে প্রথম বাংলা মুদ্রন শুরু হয়।


প্রশ্ন: বাঙ্গালীদের মধ্যে মুদ্রনে প্রধানত অবদান ছিল কাদের?

উত্তর: ১। পঞ্চানন কর্মকার ও ২। মনোহর কর্মকার।


প্রশ্ন: বাংলাদেশে পাবলিক লাইব্রেরি কখন প্রতিষ্ঠা লাভ করে?

উত্তর: ১৯৫৩ সালে পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠা লাভ করে।


প্রশ্ন: জাতীয় গ্রন্থাগার কখন প্রতিষ্ঠা লাভ করে ও বর্তমানে তাঁর সংগ্রহ কত?

উত্তর: ১৯৭৩ সালে, সংগ্রহ প্রায় ছয় লাখের মত।


প্রশ্ন: বাংলাদেশ কপিরাইট আইন কবে পাশ হয়?

উত্তর: ১৯৭৪ সালে বাংলাদেশে কপিরাইট আইন পাশ হয়।


প্রশ্ন: জাতীয় গ্রন্থাগার ও পাবলিক লাইব্রেরী কোন মন্ত্রনালয়ের অধীনে?

উত্তর: সংস্কৃতি মন্ত্রনালয়ের অধীনে।


প্রশ্ন: প্রথম বাংলা মুদ্রিত বইয়ের নাম কি?

উত্তর: এ গ্রামার অব দ্যা বেঙ্গল।


প্রশ্ন: প্রথম বাংলা প্রেস কোথায় ও কখন উদ্বোধন হয়?

উত্তর: ১৮০০ সালে শ্রীরামপুর মিশনে প্রেসের প্রথম উদ্বোধন হয়।


প্রশ্ন: বাংলাদেশে প্রথম ছাপাখানা কোথায় ও কখন প্রতিষ্ঠা লাভ করে।

উত্তর: ১৮৪৭ সালে রংপুরে প্রথম ছাপা খানা প্রতিষ্ঠা লাভ করে।


প্রশ্ন: বিবলিওথিক ন্যাশনাল কখন প্রতিষ্ঠা লাভ করে এবং কোথায় অবস্থিত?

উত্তর: ১৩৬৫ সালে এবং ফ্রান্সে অবস্থিত।


প্রশ্ন: বিবলিওথিক ন্যাশনাল এর প্রতিষ্ঠাতা কে?

উত্তর: চার্লস।


প্রশ্ন: বিবলিওথিক ন্যাশনাল কোথায় অবস্থিত?

উত্তর: ফ্রান্সের প্যারিস শহরে অবস্থিত।


প্রশ্ন: বিবলিওধিক ন্যাশনাল কত সালে জনগণের জন্য উন্মুক্ত হয়?

উত্তর: ১৭৮৯ খ্রীস্টাব্দে ফরাসী বিপ্লবের পর জনগণের জন্য উন্মুক্ত হয়।


প্রশ্ন: বিবলিওথিক ন্যাশনাল বর্তমান সংগ্রহশালা কত?

উত্তর: বইয়ের সংখ্যা প্রায় ২ কোটি ও পুথির সংখ্যা প্রায় ৪ লক্ষ।


প্রশ্ন: বিশ্বের সর্ববৃহৎ লাইব্রেরির নাম কি?

উত্তর: লাইব্রেরী অব কংগ্রেস।


প্রশ্ন: লাইব্রেরি অব কংগ্রেস কোথায় অবস্থিত?

উত্তর: আমেরিকার ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।


প্রশ্ন: লাইব্রেরী অব কংগ্রেস কোথায় ও কখন প্রতিষ্ঠা লাভ করে।

উত্তর: আমেরিকায় ১৮০০ সালে প্রতিষ্ঠা লাভ করে।


প্রশ্ন: বাংলাদেশের প্রাচীন লাইব্রেরীর নাম কি?

উত্তর: উডর্বান লাইব্রেরী


প্রশ্ন: উডবার্ন লাইব্রেরী কোথায় ও কখন প্রতিষ্ঠা লাভ করে?

উত্তর: বগুড়ায় ১৮৫৪ সালে প্রতিষ্ঠা লাভ করে।


প্রশ্ন: বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা কে?

উত্তর: অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদ।


প্রশ্ন: বাংলাদেশে গ্রস্থাগার দিবস ২০১৮ সালে পূর্বে কোনটি ছিল?

উত্তর: ২১শে মার্চ ।


প্রশ্ন: বর্তমানে গ্রন্থাগার দিবস কোনটি?

উত্তর: ৫ ফেব্রুয়ারি, ২০১৮ সাল থেকে শ্রেণির দিবস হিসেবে গণ্য করা হচ্ছে।


প্রশ্ন: আন্তর্জাতিক সমাজ বিজ্ঞানীদের নাম কি কি?

উত্তর: এরিস্টেটল, গিডিংস, প্যারোটা, ওয়েস্টার মার্ক, ম্যাকাইভার, পেইজ, গিমবার্ট


প্রশ্ন: সমাজ তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে সমাজের ক্রমবিকাশের ধাপ গুলো কি কি?

উত্তর: ১। আদিম সমাজ, ২। পশুপালন সমাজ ৩। কৃষি সমাজ ও ৪। শিল্প সমাজ


প্রশ্ন: শিল্পযুগকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায় এবং কি কি?

উত্তর: ৩টি ভাগে ভাগ করা যায় যথা : ১। পূজিবাদীযুগ, ২। সমাজতান্ত্রিকযুগ ৩। সাম্যবাদী যুগ।


প্রশ্ন: মধ্যযুগে উল্লেখযোগ্য মুসলিম গ্রন্থাগারের নাম কি কি?

উত্তর: নিজামিয়া গ্রন্থাগার, ২। বায়তুল হিকমা, ৩ গ্রানাডা লাইব্রেরী এবং ৪। কর্ডোভা গ্রন্থাগার ইত্যাদি উল্লেখযোগ্য।


প্রশ্ন: নিজামিয়া গ্রন্থাগার কোথায় অবস্থিত?

উত্তর: বাগদাদে অবস্থিত।


প্রশ্ন। নিজামিয়া গ্রন্থাগার কে, কখন ও কোথায় প্রতিষ্ঠা করেন?

উত্তর: সেলজুক সুলতান মালিক শাহ এর প্রধান উজির নিজামুল হক তার নামে ১০৬৫ স্ত্রী: বাগদাদ শহরে প্রতিষ্ঠা করেন।


প্রশ্ন। কর্ডোভা গ্রন্থাগার কোথায় অবস্থিত?

উত্তর: স্পেনের কর্ডোভা শহরে অবস্থিত।


প্রশ্ন: গ্রানাডা লাইব্রেরী কোথায় অবস্থিত?

উত্তর: স্পেনের গ্রানাডা শহরে অবস্থিত।


প্রশ্ন: বায়তুল হিকমা কে, কোথায় প্রতিষ্ঠা করেন?

উত্তর: খলিফা হারুন-আর-রশিদ ইরাকের বাগদাদ শহরে বায়তুল হিকমা প্রতিষ্ঠা করেন।


প্রশ্ন: আদিম যুগে গ্রন্থাগারের ভিত্তি কি ছিল?

উত্তর: বিভিন্ন মন্দির, মসজিদ ও ধর্মীয় উপাসনালয়ের সংগ্রহশালা।


প্রশ্ন: বাংলাদেশের প্রাচীনতম গ্রন্থাগার কয়টি ও কি কি এবং কোথায় অবস্থিত?

উত্তর: ৫টি, যথাক্রমে; ১। উডবার্ন পাবলিক লাইব্রেরী, বগুড়ায়, ২। যশোহর পাবলিক লাইব্রেরী, ৩। বরিশাল পাবলিক লাইব্রেরী, ৪। রংপুর পাবলিক লাইব্রেরী। ও ৫। নর্থব্রুক হল লাইব্রেরি, ঢাকা।


প্রশ্ন: লাইব্রেরী অব কংগ্রেসের বর্তমান সংগ্রহ শালা কত?

উত্তর: ১১৫ মিলিয়ন আইটেম


প্রশ্ন: উডবার্ন পাবলিক লাইব্রেরীর বর্তমান সংগ্রহশালা কত?

উত্তর: প্রায় ত্রিশহাজার।


প্রশ্ন: বাংলার প্রাচীন নর্থব্রুক হল লাইব্রেরী কোথায়, কখন প্রতিষ্ঠা লাভ করে?

উত্তর: ১৮৪৭ সালে ঢাকা জেলার বুড়িগঙ্গা নদীর তীরে প্রতিষ্ঠা করা হয়।


প্রশ্ন: বাংলাদেশের প্রাচীন প্রাতিষ্ঠানিক গ্রন্থাগারের নাম কি এবং করে প্রতিষ্ঠা লাভ: করে?

উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরী। প্রতিষ্ঠা ১৯২১ সালে।


প্রশ্ন: ঢাকা বিশ্ববিদ্যায়ের বর্তমানে সর্বমোট সংগ্রহ কত?

উত্তর: প্রায় ছয় লক্ষ


প্রশ্ন: বাংলাদেশের সর্ববৃহত লাইব্রেরীর নাম কি?

উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরী।


প্রশ্ন: কপিরাইট বা গ্রন্থস্বত্ব কি?

উত্তর: লেখককে তার মৌলিক রচনার জন্য স্বত্ব প্রদান এবং অন্যের দ্বারা যে কোন ধরনের পুনঃমুদ্রন নিবৃত্ত ও নিয়ন্ত্রণ করা।


প্রশ্ন: গ্রন্থাগার আইন বলতে কি বুঝ?

উত্তর: যে আইন দ্বারা দেশের গ্রন্থাগার প্রতিষ্ঠা, গ্রন্থাগারের সেবা, গ্রন্থাগারের কর্মপ্রণালী, গ্রন্থাগার সামগ্রীর রক্ষণাবেক্ষণ, গ্রন্থাগারের উন্নয়ন ও গ্রন্থগারের প্রশাসন কর্ম পরিচালিত হয় তাকে গ্রন্থাগার আইন বলা হয়ে থাকে।


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!