২০২৪ সালের এইচএসসি ও আলিম সমমান পরীক্ষার ফলাফল - HSC & Alim Exam result 2024

Join Telegram for More Books

২০২৪ সালের এইচএসসি ও আলিম সমমান পরীক্ষার ফল প্রকাশ হতে চলতেছে ১৫ অক্টোবর ২০২৪ (মঙ্গলবার) দুপুর ১১ টায় পরীক্ষার ফল একযোগে স্ব স্ব কেন্দ্র শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে প্রকাশ করা হবে।

HSC and Dakhil equivalent exam 2024 results are going to be published on October 15 2024 (Tuesday) at 11 noon, the exam results will be published simultaneously in each center educational institution and online.

HSC রেজাল্ট দেখা যাবে দুইটি পদ্ধতিতে:

  1. অনলাইনে
  2. মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে

এসএমএস করে এইচএসসি ও আলিম সমমান পরীক্ষার ফলাফল জানতে নির্দিষ্ট পরিমাণ এর ফি কাটবে আর অনলাইনে এইচএসসি ও আলিম সমমান পরীক্ষার ফলাফল জানতে পারবে একদম ফ্রিতে।

অনলাইনে এইচএসসি ও আলিম সমমান পরীক্ষার ফলাফল দেখার নিয়মঃ

নিচের দুইটা লিংক থেকে সরাসরি আপনি ফলাফল দেখতে পারবেন খুব সহজে। যেকোনো একটাতে ভিজিট করে পরীক্ষার (Examination) নাম, পরিক্ষার সাল, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নম্বর প্রদান করে সাবমিট এ ক্লিক করলে ফলাফল চলে আসবে।

  1. প্রথম লিংক: www.educationboardresults.gov.bd
    ২০২৪ সালের এইচএসসি ও আলিম সমমান পরীক্ষার ফলাফল - HSC & Alim Exam result 2024
  2. দ্বিতীয় লিংক: www.eboardresults.com
    ২০২৪ সালের এইচএসসি ও আলিম সমমান পরীক্ষার ফলাফল - HSC & Alim Exam result 2024
  3. মাদ্রাসা লিংক: মাদ্রাসা শিক্ষা বোর্ডর আলিম এর প্রতিষ্ঠান, জেলা, থানা, কেন্দ্র ভিত্তিক ফলাফল দেখুন - ebmeb.gov.bd
  4. এছাড়াও নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে দেখতে পারবেন এইচএসসি ও আলিম সমমান পরীক্ষার ফলাফল-

মোবাইলে এসএমএস এর মাধ্যমে এইচএসসি ও আলিম সমমান পরীক্ষার ফলাফল জানার পদ্ধতি:

যেকোনো ফোন এর মেসেজ অপশন এ গিয়ে লিখতে হবে HSC স্পেস বোর্ডের প্রথম তিন অক্ষর স্পেস পরীক্ষার্থীর রোল স্পেস পরীক্ষার সাল

কলেজের উদাহরণঃ HSC DHA 641322 2023
মাদ্রাসার উদাহরণঃ HSC MAD 641122 2023
এর পর পাঠিয়ে দিতে হবে 16222 নাম্বারে। প্রায় ২.৫০ টাকা এসএমএস বাবদ ফি কাটবে।

সকল শিক্ষা বোর্ডের নামের প্রথম ৩টি অক্ষর:

  1. Dhaka Education Board – DHA
  2. Comilla Education Board – COM
  3. Sylhet Education Board – SYL
  4. Jessore Education Board – JES
  5. Chittagong Education Board – CHI
  6. Dinajpur Education Board – DIN
  7. Rajshahi Education Board – RAJ
  8. Barisal Education Board – BAR
  9. Technical Education Board – TEC
  10. Madrasah Education Board – MAD
কিছুক্ষণ পর ফিরতি এসএমএস এর মাধ্যমে আপনাকে ফলাফল জানিয়ে দেওয়া হবে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!