
English Version Class Four English - Chapter 4: Family Tree (Textbook Solutions/ Questions Solved Guides)
Comprehensive Solutions and Guides for Family Tree in Class 4 English (English Version)
Chapter 4, "Family Tree," in Class 4 English introduces students to the concept of family lineage and relationships through the visual representation of a family tree. Students learn how to identify different family members across generations, such as grandparents, aunts, uncles, cousins, and more. The chapter encourages students to recognize the significance of family bonds and to practice describing family connections using new vocabulary.অধ্যায়টি অনুশীলন করে শিক্ষার্থীরা কীভাবে বিভিন্ন ব্যক্তি, বস্তু, ঘটনা ইত্যাদি সম্পর্কে বলতে হয় তা শিখবে। প্রথমে, শিক্ষক শিক্ষার্থীদের branches, family, tree শব্দগুলো বুঝিয়ে দিবেন। তারপর শিক্ষক শিক্ষার্থীদের Activity B-এর প্রশ্নগুলো এক এক করে জিজ্ঞেস করবেন; প্রয়োজনে উত্তর দিতে সহায়তাও করবেন। এবার শিক্ষক ক্লাসে Pronoun এবং Word Contraction সম্পর্কে ধারণা দিবেন। পাশাপাশি তিনি এটাও বলে দিবেন যে 1-এর সাথে are/ aren't/is/isn't হবে না, am/ain't হবে। তারপর তিনি Activity C-এর নির্দেশনা বুঝিয়ে দিবেন। শিক্ষার্থীদের খাতায় টেবিলটির অনুরূপ একটি টেবিল আঁকতে বলবেন যার ২য় ও ৩য় কলাম খালি থাকবে। তিনি এবার টেবিলটি শিক্ষার্থীদের নিজে নিজে পূরণ করতে বলবেন।