আমার মোহসেন বাবা আইলে গো - amar mohsen baba aile go

Ahsan

আমার মোহসেন বাবা আইলে গো - amar mohsen baba aile go


আমার মোহসেন বাবা আইলে গো
শায়ের মাওলানা মুহাম্মদ সেলিম রিয়াদ হাক্কানী

আমার মোহসেন বাবা আইলে গো
একবার দেখা পাইলে গো
হৃদয় সিংহাসনে গো রাখিবো
ওরে দুই নয়নে দেইখা দেইখা নয়ন জুড়াইবো
ওরে সালেহ জহুর কাঁইন্দা বলে
সেদিন আমার ঈদ হইবো

আমার মোহসেন বাবা আইল বাংলায় ভাসাইয়া পাথর
সব জাতি বাবার প্রেমে হইয়াছে কাতর
সত্যিকার আশেক যারা (মোহসেন বাবার)
সত্যিকার আশেক যারা তারা তো ঈমান পাইব
নামে আশেক ভন্ড যারা তারা তো ঈমান হারাইব (ঐ)

সত্যিকারে যারা পাইল বাবার প্রেমেরই সন্ধান
কালমা পড়ে তারা সবাই আনিল রে ঈমান
সত্যিকার বাবার প্রেমিক যারা
আল্লাহ নবীর প্রেমে সদাই জ্বলিব (ঐ)

আরব দেশ থেকে আইল বাবা ভন্ডামী দূর করিতে
এখন কতজন ভন্ডামী করে বাবারই নামেতে
তারা মোহসেন বাবার পক্ষ থেকে একে একে
শাস্তি ভোগ করিব (ঐ)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
Join