যে জন হবে আপনা সেই তো মদীনা - Je jon hobe apna sei to modina

Ahsan

যে জন হবে আপনা সেই তো মদীনা - Je jon hobe apna sei to modina


যে জন হবে আপনা সেই তো মদীনা
শায়ের মাওলানা মুহাম্মদ সেলিম রিয়াদ হাক্কানী

কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বান্দ
কেউ তো তোমার আপন হবে না না
যে জন হবে আপনা সেই তো মদীনা।।

এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই
দয়াল নবী, মায়ার নবী আপনা সদাই
এমন আপনা নবী যার নাই উপমা (ঐ)

কবর হাশর পুলসিরাতে কোন আপন পাবে না
যে জন পাবে সে জন হবে শাহে মদীনা
উম্মতের কষ্ট নবী সইতে পারেন না (ঐ)

নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই
সদাই তিনি কেঁদেছেন উম্মতের মায়ায়
এখনো কাঁদেন তিনি সোনার মদীনায় (ঐ)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
Join