জীবনে কি পাব না ঐ মদিনার দেখা - Jibone ki pabo na oi madinar dekha

Ahsan

জীবনে কি পাব না ঐ মদিনার দেখা - Jibone ki pabo na oi madinar dekha


জীবনে কি পাব না ঐ মদিনার দেখা
শায়ের মাওলানা মুহাম্মদ সেলিম রিয়াদ হাক্কানী

জীবনে কি পাব না ঐ মদিনার দেখা
কপালে আমার মদিনা দেখা নাইরে বুঝি লেখা

এ আশায় আমি আজও যে বসে আছি
যেতে ঐ সোনালী রওজার কাছাকাছি
মনের মাঝে জন্ম নিল মদিনা দেখার আকাঙ্ক্ষা (ঐ)

আশায় আশায় জানিনা থাকতে হবে কয় দিন
আশার জোয়ার উঠেছে মনের মাঝে সীমাহীন
এই জোয়ার মনের মাঝে যাচ্ছে না আর রাখা (ঐ)

আশা আমার পূরন করো ও হে আমার প্রভু
অন্তর হতে মদিনার প্রেম নিও না কেরে কভু
কেননা ঐ মদিনা নবীজির রঙে মাখা (ঐ)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
Join