মা-বাবা ছাড়া কি যে কষ্ট - Ma-baba chara ki je kasta

Ahsan

Ma-baba chara ki je kasta


মা-বাবা ছাড়া কি যে কষ্ট
শায়ের মাওলানা মুহাম্মদ সেলিম রিয়াদ হাক্কানী

মা-বাবা ছাড়া কি যে কষ্ট এই দুনিয়ার তরে
বুঝবে তারা রয়েছে যারা আমার মত এই সংসারে
বুঝবে তারা এই দুনিয়ায় দুঃখ কষ্ট কয় কারে

যেই সময়ে থাকে সবার বাবারি আদরে
সেই সময়ে গেল বাবা আঁধার কবরে
বেঁচেও আমি দুনিয়ায় আছি গো মরে (ঐ)

যেই সময়ে থাকে সবাই মা জননীর কোলে
সেই সময়ে জীবন গেল এতিম খানায় চার দেয়ালে
মনে পড়লে সেই কাহিনী আজও বুক যায় ছিঁড়ে (ঐ)

কত কষ্ট কত দুঃখ গেছে আমার বয়ে
বুঝাবার তো কেউ ছিল না গিয়েছি সবকিছু সয়ে
একটু আদর পাইনি আমি কাহারো দুয়ারে (ঐ)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
Join