মদিনা আমার অক্সিজেন - Madina amar Oxygen

Ahsan

মদিনা আমার অক্সিজেন - Madina amar Oxygen


মদিনা আমার অক্সিজেন
শায়ের মাওলানা মুহাম্মদ সেলিম রিয়াদ হাক্কানী

আমরা সবাই জানি জীবের জীবনপানি
তার চেয়েও দামি মদিনার নামখানি
আশেক হয়ে যায় জীবনহারা ঐ মদিনার নাম ছাড়া
মাছের পোনা পানি ছাড়া হয়ে যায় যেন
মদিনা আঁর অক্সিজেন, মদিনা আমার অক্সিজেন ।।

পানি ছাড়া হয়না যেমন ঝর্ণা, সাগর, নদী
ঈমানওয়ালা হয়না তেমন মদিনার প্রেম না থাকে যদি
মদিনার নাম না নিলে আশেকের আশেক দিলে
লাগে কেন কেন (কেমন কেমন)।।

মেঘ ছাড়া হয়না যেমন বৃষ্টি পাওয়ার আশা
ঈমান ওয়ালা যায়না বলা
না থাকিলে মদিনার ভালোবাসা,
সদায় বলে আশেকেরা, ঐ মদিনা মনোয়ারা
ঈমান লেনদেন।।

মদিনা আশেকের জান মদিনা গলার মালা
কেননা সেথায় আছে নবী কামলিওয়ালা
দয়াল নবীর ভালোবাসা,
আল্লাহ পাওয়ার মূল আশা,
কুরআনে দেখেন।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
Join