মাগো বলোনা মদিনা কতদূরে - mago bolona modina kotdure

Ahsan

মাগো বলোনা মদিনা কতদূরে - mago bolona modina kotdure


মাগো বলোনা মদিনা কতদূরে
শায়ের মাওলানা মুহাম্মদ সেলিম রিয়াদ হাক্কানী

ছোট্ট ছেলে মাকে বলে কেঁদে কেঁদে কচি সুরে
মাগো বলোনা মদিনা কতদূরে
সেথায় আমি যাবো কেমন করে
শুনেছি সেথায় নাকি দয়াল নবী আছেরে।।

সবুজ গুম্বুজ দেখতে নাকি বড়ই ভাল লাগে
সেই গুম্বজ দেখতে আমার বড়ই ইচ্ছে জাগে
সেই গুম্বজের নিচে নাকি দযালনবী আছেরে (ঐ

দোজাহান সৃষ্টি যাঁর উছিলায়
তিনি নাকি আছেন সেই মদিনায়
আমায় তুমি নিয়ে যাওনা সেই প্রান্তরে (ঐ

তোমার কাছে চাইনা মাগো চকলেট আর মিষ্টি
তাঁহার রওজা দেখতে চাই যাঁর জন্য সব সৃষ্টি
সেই আশা বাঁধলো বাসা আমার অন্তরে (ঐ

মাগো বলোনা মদিনা কতদূরে
সেথায় আমি যাবো কেমন করে

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
Join