ও মদিনা আমায় ডাকোনা - Oh Madina amai dakona

Ahsan

ও মদিনা আমায় ডাকোনা - Oh Madina amai dakona


ও মদিনা আমায় ডাকোনা
শায়ের মাওলানা মুহাম্মদ সেলিম রিয়াদ হাক্কানী

ও মদিনা আমায় ডাকোনা তোমারই ঐ বুকে
খুশির জোয়ার বয়ে যাবে আমার যখন দেখব আমি
তোমাকে আমার আপন চোখে

আমি অধম এই গরীবের
নসিব কি হবেনা মদিনা শরিফের
মদিনারই ভাবনায় মন আছে যন্ত্রণায়
সে যন্ত্রণারই ভাবনা থেকে মুক্তি দাও মদিনা আমাকে

আল্লাহর কত নিয়ামত তোমারই মাঝে
হাদিস শরিফে আমি পেয়েছি খোঁজে
সে নিয়ামত পেতে মন আছে মেতে
আমি না দেখিলে তোমাকে কি জওয়াব দেব নিজেকে

মদিনা তোমার লাগি পাগল আমি কেন
মদিনা তুমি তো সবকিছু জানো
সবকিছু জানার পরে নাওনা কেন তোমার তরে
আমার মরণ হবে বোধহয় নিয়ে বুকে
মদিনা দেখার আশা রেখে (ঐ)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
Join