সুন্দর একটা নৌকা বানাইয়া - Sundar ekta nauka banaiya

Ahsan

সুন্দর একটা নৌকা বানাইয়া - Sundar ekta nauka banaiya


সুন্দর একটা নৌকা বানাইয়া
শায়ের মাওলানা মুহাম্মদ সেলিম রিয়াদ হাক্কানী

সুন্দর একটা নৌকা বানাইয়া সে নৌকাতে পাল তুলিয়া,
যাব আমি বঙ্গোপসাগর পাড়ি দিয়া।
যেথায় আমার মালেক শাহ আছেন শুইয়া

বিদেশ হতে জাহাজ নিয়ে এল এক জাপানী
সে জাহাজে উঠে যায় সাগরের পানি
যখন জাহাজ সাগরে যাচ্ছে ডুবিয়া
জাহাজি ওয়ালা কেঁন্দে বলে
আশেপাশে নেই কি কোন আল্লাহর আউলিয়া
মালেক শাহ বাবা নিজে হুজরা থেকে
ডাক দিল খাদেম… কে
কুল গাছ টানতে বলল রশি দিয়া
আর ঐ দিকে জাহাজ খানা যায় উঠিয়া (ঐ)

কলা ফকির নামে বাবার দিওয়ানা
কলা নিয়ে বাবার দরবার হল রওয়ানা
হাঁটতে হাঁটতে চনুয়ার ঘাটে পৌঁছে যায়
নৌকার মাঝি টাকা নেই বলে নৌকায় তুলে নাই
কলা ফকির কাঁন্দিয়া সাগরে যায় নামিয়া
বাবাজানের নাম ধরিয়া ডুব মারিয়া
এক ডুবেতে (চনুয়া হতে) দরবার ঘাটে যায় উঠিয়া (ঐ)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
Join