ফাজিল ২য় বর্ষ সাজেশন ও প্রশ্ন ব্যাংক (পরিক্ষা ২০২৪) Fazil 2nd Year Suggestion & Question Bank PDF

Mohammed Ahsan

 ফাজিল ২য় বর্ষ সাজেশন ও প্রশ্ন ব্যাংক (পরিক্ষা ২০২৪) 

ফাজিল ২য় বর্ষ সাজেশন ও প্রশ্ন ব্যাংক পরিক্ষা ২০২৪ | Fazil 2nd Year Suggestion & Question Bank


ফাজিল ২য় বর্ষ (স্নাতক) পাস পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল ২য় বর্ষের চূড়ান্ত পরীক্ষার প্রস্তুতির জন্য আপনাকে স্বাগতম। পরীক্ষার ভালো ফলাফলের জন্য বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ এবং গুরুত্বপূর্ণ টপিকের ওপর সঠিক দিকনির্দেশনা অপরিহার্য। আপনাদের প্রস্তুতির সুবিধার্থে এখানে সকল আবশ্যিক ও ঐচ্ছিক বিষয়ের এক্সক্লুসিভ সাজেশন, সর্বশেষ প্রশ্ন ব্যাংক এবং স্পেশাল মডেল টেস্টের PDF ফাইল একসাথে দেওয়া হলো। নিচের তালিকা থেকে আপনার প্রয়োজনীয় বিষয়ের পাশের ডাউনলোড আইকনে ক্লিক করে সহজেই ফাইলগুলো ডাউনলোড করে নিতে পারেন।


আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের ওয়েবসাটে আপনারা শিক্ষামূলক তথ্য ও সমাধান দিয়ে থাকি। আমাদের সাথে থাকতে ও নতুন নতুন আপডেট পেতে আমদের টেলিগ্রাম গ্রুফে  এড হয়ে থাখুন। ওয়েবপেজের ডান পাশে থাকা টেলিগ্রাম লগুতে ক্লিক করে জয়েন হয়ে যান এখুনি ।




ক্র. ফাজিল ২য় বর্ষের বিষয়ভিত্তিক সাজেশন পিডিএফ
০১ আল আরাবিয়্যাতুত তাতবীকিয়্যাহ: এক্সক্লুসিভ সাজেশন
০২ আল আরাবিয়্যাতুত তাতবীকিয়্যাহ: বিগত (২০১৯-২০২৩) সালের প্রশ্ন ব্যাংক
০৩ আল আরাবিয়্যাতুত তাতবীকিয়্যাহ: মডেল টেস্ট
০৪ আল ফিকহ: এক্সক্লুসিভ সাজেশন, বিগত (২০২০-২০২৩) সালের প্রশ্ন ব্যাংক ও মডেল টেস্ট
০৪ উসূলুল ফিকহ ও দাওয়াহ: এক্সক্লুসিভ সাজেশন, বিগত (২০২০-২০২৩) সালের প্রশ্ন ব্যাংক ও মডেল টেস্ট
০৫ English: Exclusive Suggestion
০৬ English: Previous Year (2017-2023) Questions Bank
০৭ English: Model Tests
০৮ English: Some more Important Topics
০৯ সমাজবিজ্ঞান ১ম পত্র (ঐচ্ছিক): এক্সক্লুসিভ সাজেশন, বিগত (২০১৭-২০২৩) সালের প্রশ্ন ব্যাংক ও মডেল টেস্ট
১০ সমাজকর্ম ১ম পত্র (ঐচ্ছিক): এক্সক্লুসিভ সাজেশন, বিগত (২০১৭-২০২৩) সালের প্রশ্ন ব্যাংক ও মডেল টেস্ট
১১ রাষ্ট্রবিজ্ঞান ১ম পত্র (ঐচ্ছিক): এক্সক্লুসিভ সাজেশন, বিগত (২০১৭-২০২৩) সালের প্রশ্ন ব্যাংক ও মডেল টেস্ট


ফাজিল ২য় বর্ষের পরীক্ষার প্রস্তুতির জন্য কিছু নির্দেশনা নিচে দেওয়া হলো:

সিলেবাস ও মানবন্টন: প্রথমে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আপনার বিষয়ের সর্বশেষ সিলেবাস এবং মানবন্টন ডাউনলোড করে নিন। প্রতিটি অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন আসবে, তা জেনে সে অনুযায়ী প্রস্তুতি শুরু করুন।

বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ: গত ৫-১০ বছরের প্রশ্নগুলো ভালোভাবে দেখুন। কোন অধ্যায় থেকে বারবার প্রশ্ন আসছে, সেগুলো চিহ্নিত করুন। যে টপিকগুলো গুরুত্বপূর্ণ, সেগুলোকে অগ্রাধিকার দিন। অনেক সময় কিছু প্রশ্ন পুনরাবৃত্তি হয়, তাই সেগুলো ভালো করে অনুশীলন করুন।

লেখার অনুশীলন: পড়া শেষ হলে নিয়মিত লেখার অনুশীলন করুন। সময় ধরে মডেল টেস্ট দিন। একটি প্রশ্নের উত্তর লেখার জন্য কতটুকু সময় বরাদ্দ, তা মাথায় রেখে অনুশীলন করুন। উত্তর লেখার সময় পয়েন্ট আকারে লিখলে তা শিক্ষককে সহজেই আকৃষ্ট করে।

সঠিক রেফারেন্স ব্যবহার: উত্তরের মাঝে কুরআন, হাদিস বা প্রাসঙ্গিক লেখকের উক্তি ব্যবহার করলে উত্তরের মান বাড়ে। তবে অবশ্যই সঠিক রেফারেন্স উল্লেখ করুন।

নোট তৈরি: প্রতিটি বিষয়ের গুরুত্বপূর্ণ টপিকগুলোর জন্য নিজের হাতে ছোট ছোট নোট তৈরি করুন। পরীক্ষার আগের রাতে এই নোটগুলো দ্রুত রিভিশন দিতে সাহায্য করবে।

গ্রুপ স্টাডি ও শিক্ষকের পরামর্শ: বন্ধুদের সাথে গ্রুপ স্টাডি করলে কঠিন বিষয়গুলো সহজে বোঝা যায়। এছাড়াও আপনার শিক্ষকদের সাথে নিয়মিত যোগাযোগ রেখে তাদের পরামর্শ নিন।

আশা করি এই নির্দেশনাগুলো আপনার পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক হবে। আপনার পরীক্ষার জন্য শুভকামনা!

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
Join