SSC 9-10 English 2nd Paper (Grammar & Composition Guide PDF)
এসএসসি/দাখিল নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ইংরেজি ২য় পত্র (English 2nd Paper) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ইংরেজি ১ম পত্রে মূলত সাহিত্য (Reading & Writing) শেখানো হয়, আর ইংরেজি ২য় পত্রে শেখানো হয় Grammar & Composition—যা ভাষার ভিত্তি দৃঢ় করার মূল চাবিকাঠি। বোর্ড পরীক্ষায় ভালো ফলাফল করতে হলে এই বিষয়টিতে ভালো দক্ষতা অর্জন অপরিহার্য।
কেন ইংরেজি ২য় পত্র গুরুত্বপূর্ণ?
বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় ইংরেজি একটি বাধ্যতামূলক বিষয়। SSC পরীক্ষায় এই বিষয়ে কম নম্বর পাওয়া মানে ভালো গ্রেড পাওয়া কঠিন হয়ে যায়। ইংরেজি ২য় পত্রে ভালো করার জন্য দরকার Grammar এ পূর্ণ দক্ষতা Composition এ নিয়মিত অনুশীলন সঠিক পরীক্ষাভিত্তিক প্রস্তুতি।
অনেক সময় শিক্ষার্থীরা Grammar মুখস্থ করে, কিন্তু নিয়মগুলো ভালোভাবে বোঝে না। আবার Composition অংশে সঠিক কাঠামো না জানার কারণে ভালো লিখতে পারে না। তাই এই গাইডে প্রতিটি টপিক এমনভাবে সাজানো হয়েছে যাতে শিক্ষার্থীরা সহজে শিখতে পারে এবং আত্মবিশ্বাসের সাথে পরীক্ষায় অংশ নিতে পারে।
এই গাইডে যা থাকছে
- প্রতিটি Grammar টপিকের নিয়ম,উদাহরণ,অনুশীলন।
- Previous Board Exam এর Important Questions
- Composition অংশের Model Answer ও Practice Sheet
- Common Mistakes & Correction Tips
- Full Practice Set & Suggestion
এই PDF গুলো ডাউনলোড করে প্রতিদিন অনুশীলন করলে শিক্ষার্থীরা ইংরেজি ২য় পত্রে সহজেই দক্ষ হয়ে উঠতে পারবে এবং SSC পরীক্ষায় ভালো ফলাফল করবে।
SL. |
SSC 9-10 English 2nd Paper Unit/Topics Titles |
PDF |
English 2nd Paper - ইংরেজি ২য় পত্র গাইডের যে ইউনিটের নামের ডানে পিডিএফ আইকনে ক্লিক করলে সেটার পিডিএফ ওপেন হবে |
1 | Ques-01: Gap Filling with Clues | |
2 | Ques-02: Substitution Table | |
3 | Ques-03: Right Form of Verbs | |
4 | Ques-04: Changing Sentences | |
5 | Ques-05: Tag Questions | |
6 | Ques-06: Use of Suffixes and Prefixes | |
7 | Ques-07: Gap Filling with Preposition | |
8 | Ques-08: Connectors & Linking Words | |
9 | Ques-09: Punctuation & Capitalization | |
10 | Ques-10: Writing Paragraph | |
11 | Ques-11 & 12: Writing E-mails, Letters & Application | |
11 | Model Tests: SSC English 2nd Paper | |
আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের ওয়েবসাটে আপনারা শিক্ষামূলক তথ্য ও সমাধান দিয়ে থাকি। তাই আমাদের সাথে থাকতে ও নতুন নতুন আপডেট পেতে আমদের টেলিগ্রাম গ্রুফে এড হয়ে থাখুন। ওয়েবপেজের ডান পাশে থাকা টেলিগ্রাম লগুতে ক্লিক করে জয়েন হয়ে যান এখুনি ।
SL. |
SSC 9-10 English Grammar & Composition Unit/Topics Titles |
PDF |
English Grammar & Composition - ইংরেজি ২য় পত্র গাইডের যে ইউনিটের নামের ডানে পিডিএফ আইকনে ক্লিক করলে সেটার পিডিএফ ওপেন হবে |
1 | Topic-01: The Sentence | |
2 | Topic-02: Parts of Speech | |
3 | Topic-03: The Noun | |
4 | Topic-04: The Pronoun | |
5 | Topic-05: The Adjective | |
6 | Topic-06: The Verb | |
7 | Topic-07: The Tense | |
8 | Topic-08: The Voice | |
9 | Topic-09: The Adverb | |
10 | Topic-10: The Preposition | |
11 | Topic-11: The Conjunction | |
12 | Topic-12: Phrases and Clauses | |
13 | Topic-13: The Conditionals | |
14 | Topic-14: Changing Sentences | |
15 | Topic-15: Right Forms of Verbs | |
16 | Topic-16: Direct and Indirect Speeches & Narration | |
17 | Topic-17: Punctuation and Capitalization | |
18 | Topic-18: Subject-Verb Agreement | |
19 | Topic-19: Uses of Suffix and Prefix | |
20 | Topic-20: Idioms and Phrases | |
21 | Topic-21: Completing Sentences | |
22 | Topic-22: Tag Questions | |
23 | Topic-23: Gap Filling with Clues | |
24 | Topic-24: Answering Questions from Poems | |
25 | Topic-25: Answering Questions from Stories | |
26 | Topic-26: Completing a Story | |
27 | Topic-27: Writing Dialogue | |
28 | Topic-28: Paragraph Writing | |
29 | Topic-29: Writing E-mail | |
30 | Topic-30: Writing Informal Letter | |
31 | Topic-31: Writing Formal Letter | |
32 | Topic-32: Composition Writing | |
33 | Topic-33: Graphs & Charts | |
34 | Topic-34: Curriculum Vitae with Cover Letter | |
35 | Topic-35: Model Questions - English 2nd Paper | |