মূল্যায়নের দ্বিতীয় দিন (সময়: ৯০ মিনিট)

ছক: নিজেকে জানা
নিজের পছন্দ ও আগ্রহ |
নিজের দক্ষতা ও সামর্থ্য |
নিজ সম্পর্কে অন্যের ধারণা বা প্রত্যাশা |
সফটওয়্যার ইঞ্জিনিয়ার |
আমি বিভিন্ন কোডিং ল্যাঙ্গুয়েজ জানি। যার মাধ্যমে ইতোমধ্যেই বিভিন্ন ধরনের সফটওয়্যার তৈরি করেছি। |
অভিভাবক: সে খুব মনোযোগ সহকারে সফটওয়্যারের কাজগুলো করে এবং নতুন নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে বেশ আগ্রহী। সে বড় হয়ে ভালো কিছু করবে। বন্ধু বা আত্মীয়: আমি তার সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। সে লক্ষ পূরণে যেন দৃঢ়প্রতিজ্ঞ থাকে। |
উপরের ছকটি যদি দেখা না যায় তাহলে নিচে ছবি দেওয়া হলো:

ছক: কাঙ্ক্ষিত পেশার উপযোগী করে নিজেকে গড়ে তোলার জন্য পরিকল্পনা
কাঙ্ক্ষিত পেশার নাম |
স্বল্পমেয়াদি পরিকল্পনা (১ বছর) |
মধ্যমেয়াদি পরিকল্পনা (২ - ৪ বছর) |
দীর্ঘমেয়াদি পরিকল্পনা (৫-১০ বছর) |
সফটওয়্যার
ইঞ্জিনিয়ার |
এখন আমি ষষ্ঠ শ্রেণিতে পড়ছি তাই হাতে প্রচুর সময় আছে। এইজন্য এখন | থেকেই একটু একটু করে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের | ব্যাসিক কনস্পেটগুলো ভালো ভাবে জেনে নিবো। এবং সফটওয়্যার ডিজাইন ইউটিউব বা গুগল থেকে শিখে নিব । |
এই পরিকল্পনার অংশ হিসেবে আমি স্থানীয় একটি ভালো প্রশিক্ষণ সেন্টারে ভর্তি হতে পারি এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর কোর্সগুলো করতে পারি। তারপর প্যাকটিক্যালি নতুন নতুন অ্যাপ্লিকেশন তৈরি করার চেষ্টা করবো। |
আমি ভালো ভাবে পড়ালেখা চালিয়ে যাবো। যাতে করে ভবিষ্যতে ভালো একটি কলেজে ভর্তি হয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ালেখা করতে পারি। পড়ালেখা শেষে ভালো কোম্পানিতে চাকরি অথবা ফ্রিল্যান্সিং করতে করব। |
উপরের ছকটি যদি দেখা না যায় তাহলে নিচে ছবি দেওয়া হলো:

ভবিষ্যতের গল্প
আজকে ২০৬৩ সালের ৫ই এপ্রিল। আমাদের এলাকায় রয়েছে আকাশচুম্বী বড় বড় দালান । শিক্ষার্থীরা স্কুলে যাবে আকাশে উড়া উড়ন্ত গাড়ি করে। তাদের কাছে থাকবে অত্যাধুনিক ইলেক্ট্রনিক ডিভাইস এর সাহায্যে পড়ালেখা কাজ সহজেই করতে পারবে। রাস্তাঘাট থাকবে অত্যাধুনিক প্রযুক্তির। রাস্তাঘাটে জ্যাম থাকবে না কারণ তখনকার গাড়ি গুলো আকাশে উড়তে পারবে কিছু গাড়ি থাকবে রোবট নিয়ন্ত্রিত। এর ফলে মুহূর্তের মধ্যেই একজায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করা যাবে। এলকার পরিবেশ থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন। ময়লা-আবর্জনা পরিষ্কার করার জন্য থাকবে রোবট। আইন শৃঙ্খলা রক্ষায় থাকবে ডিজিটাল প্রযুক্তি।
আর্থিক ডায়েরি
তারিখ |
আয়ের খাত |
আয় |
ব্যয়ের খাত |
ব্যয় |
উদ্বৃত্ত/সঞ্চয় |
০১/১১/২০২৩ |
টিফিনের টাকা |
৫০ টাকা |
খাবার ক্রয় |
৪০ টাকা |
১০ টাকা |
০২/১১/২০২৩ |
উপবৃত্তি |
৫০০ টাকা |
বই ক্রয় |
৩৫০ টাকা |
১৫০ টাকা |
০৩/১১/২০২৩ |
জন্মদিনের উপহার |
৫০০ টাকা |
খেলনা ক্রয় |
৪০০ টাকা |
১০০ টাকা |
০৪/১১/২০২৩ |
পুরাতন বই- খাতা বিক্রয় |
২০০ টাকা |
খাতা ক্রয় |
১৫০ টাকা |
৫০ টাকা |
০৫/১১/২০২৩ |
সেলামি |
১০০০ টাকা |
জামা ক্রয় |
৭০০ টাকা |
৩০০ টাকা |
০৬/১১/২০২৩ |
সবজি বিক্রয় |
৪০০ টাকা |
খাবার ক্রয় |
৩০০ টাকা |
১০০ টাকা |
০৭/১১/২০২৩ |
খেলনা বিক্রয় |
৪৫০ টাকা |
চারাগাছ ক্রয় |
৩০০ টাকা |
১৫০ টাকা |
|
মোট |
৩১০০ টাকা |
|
২২৪০ টাকা |
৮৬০ টাকা |

e.
ReplyDelete