• ধাপ ৩ (তৃতীয় কর্মদিবস: ১২০ মিনিট)

কাজ ১: দলীয় উপস্থাপনা:
প্রশ্ন: প্রতি দলের লেখা দল থেকে নির্বাচিত শিক্ষার্থী উপস্থাপন করবে। উপস্থাপনা শেষে শিক্ষার্থীকে অন্য দলের সদস্যরা তার লেখা নিয়ে প্রশ্ন করবে এবং নিজেদের মতামত দিবে। শিক্ষার্থী তাদের মতামতের প্রেক্ষিতে প্রশ্নের উত্তর করবে।
প্রিয় আমরা যে চারটি বিষয়ে উপস্থাপন করেছি সেখান থেকে যে কোন ১টি বিষয় নিয়ে শিক্ষকদের সামনে উপস্থাপন করতে হবে। উপস্থানপন করার সময় প্রতি দল থেকে যেকোন ১জন উপস্থাপন করবে।


