প্রমিত বলি প্রমিত লিখি
- প্রথম পরিচ্ছেদ
ধ্বনি ও বর্ণ পরিচয়
সাধারণ অর্থে মানুষের হাসি-কান্না, যানবাহনের শব্দ, মেঘের ডাক, পাখির কলকাকলি ইত্যাদি সবই ধ্বনি। কিন্তু এই রকম ধ্বনি ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয় নয়। মানুষের বাগ্যন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনিই শুধু আমাদের আলোচ্য। ভাষার মূল উপাদান হলো ধ্বনি। মানুষ শব্দের পর শব্দ সাজিয়ে ভাষা তৈরি করে। আর শব্দকে বিশ্লেষণ করলে যে ক্ষুদ্রতম অংশ পাওয়া যায় তার নাম ধ্বনি। অর্থাৎ বাগ্যন্ত্রের সাহায্যে উচ্চারিত এমন কিছু ধ্বনি যা মানুষ মনের ভাব প্রকাশের জন্য ব্যবহার করে থাকে তা-ই ধ্বনি। ধ্বনি ভাষার ক্ষুদ্রতম একক। ধ্বনির নিজস্ব কোনো অর্থ নেই, তবে কয়েকটি ধ্বনি মিলিত হয়ে একটি অর্থ তৈরি করে। ধ্বনিই ভাষার মূল ভিত্তি। যেমন-