8th Class Digital Technology Chapter 1 Complete Solution - অষ্টম শ্রেণির ডিজিটাল প্রযুক্তির ১ম অধ্যায় সম্পূর্ণ সমাধান

Mohammad Rashed
0

 অষ্টম শ্রেনির ডিজিটাল প্রযুক্তির ১ম অধ্যায় সমাধান পিডিএফ

8th Class Digital Technology Chapter 1 Complete Solution - অষ্টম শ্রেণির ডিজিটাল প্রযুক্তির ১ম অধ্যায় সম্পূর্ণ সমাধান

১. গুরুত্বপূর্ণ সংজ্ঞাসমূহ

ডিজিটাল প্রযুক্তি বিষয়ের গুরুত্বপূর্ণ সংজ্ঞা/পরিচয় (বাংলা বর্ণমালার ক্রমানুসারে সাজানো]

• অধিতথ্য/মেটাডেটা (Metadata)

অধিতথ্য বা মেটাডেটা হলো তথ্য সম্পর্কিত আরো তথ্য। ডাটাসমূহ একে অপরের সাথে কীভাবে সম্পর্কযুক্ত থাকে তা যে ডাটার মাধ্যমে বর্ণিত থাকে তাকে মেটাডাটা বলে।

• অনলাইন (Online)

ইন্টারনেট সংযোগে কোনো ওয়েবসাইট, অ্যাপস, গেমস ইত্যাদি ব্যবহার করা অথবা ব্যবহারকারীদের ইন্টারনেটে সক্রিয় থাকাকে অনলাইন বলে।

• অনলাইন প্লাটফর্ম (Online Platform)

অনলাইন প্ল্যাটফর্ম হলো ইন্টারনেট ভিত্তিক এমন একটি স্থান যেখানে অনেক মানুষের সমাগম হয়। অর্থাৎ অনলাইন প্লাটফর্ম বলতে বোঝায় একটি ওয়েবসাইট যেখানে অনেক মানুষ তাঁদের প্রয়োজনে প্রবেশ করে তথ্য বা সেবা গ্রহণ করে থাকেন।

• অনলাইন মেলা (Online Fair)

অনলাইনে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোনো ওয়েবসাইট ইত্যাদি অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে যে মেলার আয়োজন করা হয় তাকে অনলাইন মেলা বলে।

• অনানুষ্ঠানিক যোগাযোগ (Informal Communication)

অনানুষ্ঠানিক যোগাযোগ হলো এমন একটি যোগাযোগ পদ্ধতি যেখানে নির্দিষ্ট নিয়ম-কানুন মেনে চলার বাধ্যবাধকতা নেই। এ ধরনের যোগাযোগ সাধারণত বন্ধু, পরিবার, সহকর্মী এবং অন্যান্য ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যে হয়। যেমন- বন্ধুদের মধ্যে মোবাইল ফোনে কথা বলা।

• অনুসন্ধান (Inquiry)

অনুসন্ধান এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো বিষয় বা সমস্যা সম্পর্কে আগ্রহী হয়ে ঐ বিষয় সম্পর্কে ধারণা নির্মাণ/গঠন করা হয় বা সমস্যার সমাধান খোঁজা হয়।

• অনুসন্ধানী প্রতিবেদন (Inquiry Report)

যে প্রতিবেদনে পর্যাপ্ত তথ্য-প্রমাণের সাহায্যে বিষয়ের গভীরে গিয়ে অন্তর্নিহিত সত্যের উপস্থাপন করা হয় তাকে অনুসন্ধানী প্রতিবেদন বলে।

• অপারেটর (Operator)

প্রোগ্রামিং ভাষায় গাণিতিক এবং যৌক্তিক কাজ নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহৃত কতগুলো বিশেষ ক্যারেক্টারকে অপারেটর বলে। যেমন: +,-,*,/,>, <,>,<, ইত্যাদি।'.

• অ্যাক্সেস পয়েন্ট (Access Point)

অ্যাক্সেস পয়েন্ট হলো এমন একটি নেটওয়ার্কিং ডিভাইস যা ওয়‍্যারলেস বা তারবিহীন ডিভাইসগুলোকে (মোবাইল) ওয়‍্যার্ড বা তারযুক্ত নেটওয়ার্কের সাথে সংযুক্ত করার সুযোগ তৈরি করে।

• অ্যানালগ নেটওয়ার্ক (Analog Network)

অ্যানালগ নেটওয়ার্ক হলো এমন একটি নেটওয়ার্ক যেখানে ডেটা অ্যানালগ সিগন্যালের মাধ্যমে প্রেরণ করা হয়। অ্যানালগ সিগন্যাল হলো ভোল্টেজ, বা তরঙ্গের মতো ক্রমাগত পরিবর্তনশীল সংকেত। অ্যানালগ নেটওয়ার্ক তৈরি ও ব্যবহার করা সহজ।

• অ্যাপ (App)

অ্যাপ কথাটির অর্থ হলো- Application যা সংক্ষেপে App নামে পরিচিত। অ্যাপ বলতে বিশেষ ধরনের কম্পিউটার প্রোগ্রামকে বুঝায় যা মানুষকে কোনো বিশেষ ধরনের কাজ সম্পাদন করতে সহায়তা করে।

• আই.এস.পি. (ISP)

আই.এস.পি. এর পূর্ণরূপ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (Internet Service Provider) বা ইন্টারনেট সেবা প্রদানকারী। মূলত আই.এস.পি. দ্বারা একটি প্রতিষ্ঠানকে বোঝানো হয় যারা ইন্টারনেট প্রবেশ এবং ব্যবহার সংক্রান্ত সেবা প্রদান করে। এমন প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের হতে 'পারে। যেমন: বাণিজ্যিক, সামাজিক, অলাভজনক, ব্যক্তি মালিকানাধীন ইত্যাদি।

• আইকন (Icon)

আইকন, শব্দের অর্থ প্রতীক বা ছবি। কম্পিউটার চালু করলেই স্ক্রিনে বিভিন্ন ধরনের ছোট ছোট যে চিত্র বা ছবি দেখা যায়, এদের প্রত্যেকটিই এক একটি আইকন।

• আউটপুট (Output)

আউটপুট বলতে যেকোনো ধরনের তথ্য বা ডেটা বাইরের উৎসের কাছে প্রদান করাকে বোঝায়।

• আনুষ্ঠানিক যোগাযোগ (Formal Communication)

আনুষ্ঠানিক যোগাযোগ হলো এমন একটি যোগাযোগ পদ্ধতি যেখানে নির্দিষ্ট নিয়ম-নীতি এবং প্রক্রিয়া মেনে চলা হয়। এটি সাধারণত প্রতিষ্ঠান, সংস্থা, সরকারি দপ্তর এবং অন্যান্য পেশাদার পরিবেশে ব্যবহৃত হয়। যেমন- শিক্ষক কর্তৃক শিক্ষার্থীদের ক্লাসে পাঠ করানো।

• আপলোড (Upload)

কোনো স্থানীয় ডিভাইস থেকে দূরবর্তী কোনো ডিভাইসে ডেটা স্থানান্তর করাকে আপলোড বলা হয়।


অষ্টম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি ১ম সেশন সমাধান পিডিএফ ডাউনলোড করতে নিচের দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করুন

(getButton) #text=(Preview) #icon=(demo) #color=(#169c87) (getButton) #text=(Download) #icon=(download) #color=(#1bc517)

অষ্টম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি ২য় সেশন সমাধান পিডিএফ ডাউনলোড করতে নিচের দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করুন

(getButton) #text=(Preview) #icon=(demo) #color=(#169c87) (getButton) #text=(Download) #icon=(download) #color=(#1bc517)

অষ্টম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি ৩য় সেশন সমাধান পিডিএফ ডাউনলোড করতে নিচের দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করুন

(getButton) #text=(Preview) #icon=(demo) #color=(#169c87) (getButton) #text=(Download) #icon=(download) #color=(#1bc517)

অষ্টম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি ৪র্থ সেশন সমাধান পিডিএফ ডাউনলোড করতে নিচের দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করুন

(getButton) #text=(Preview) #icon=(demo) #color=(#169c87) (getButton) #text=(Download) #icon=(download) #color=(#1bc517)

অষ্টম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি ৫ম সেশন সমাধান পিডিএফ ডাউনলোড করতে নিচের দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করুন

(getButton) #text=(Preview) #icon=(demo) #color=(#169c87) (getButton) #text=(Download) #icon=(download) #color=(#1bc517)

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!