৬ষ্ঠ শ্রেণির ডিজিটাল প্রযুক্তি 7ম অধ্যায় চলো সাজাই জরুরি সেবা তথ্যকেন্দ্র সমাধান - Class 6 Digital Technology Chapter 7 Let's Decorate Emergency Services Information Center Solutions

Mohammad Rashed
0

চলো সাজাই জরুরি সেবা তথ্যকেন্দ্র

৬ষ্ঠ শ্রেণির ডিজিটাল প্রযুক্তি 7ম অধ্যায় চলো সাজাই জরুরি সেবা তথ্যকেন্দ্র সমাধান - Class 6 Digital Technology Chapter 7 Let's Decorate Emergency Services Information Center Solutions

  সেশন-1


 সেশন-1

ক্রমিক

সেবা

শহর

গ্রাম

1

অগ্নি নির্বাপণ সেবা

ফায়ার সার্ভিস।

যেচ্ছাসেবক দল। বিদ্যালয় স্কাউট

2

স্বাস্থ্য সেবা

জেলা হাসপাতাল কর্তৃক স্বাস্থ্য সেবা।

কমিউনিটি ক্লিনিক, ফাস্ট এইড বক্স, কর্তৃক সেবা প্রদান।

3

জন নিরাপত্তা

বাংলাদেশ পুলিশ।

গ্রাম পুলিশ, চৌকিদার।

4

দুর্ঘটনায় উদ্ধার কার্যক্রম

ফায়ার সার্ভিস কর্তৃক সেবা প্রদান

স্বেচ্ছাসেবক, স্কাউট দল দ্বারা সেবা প্রদান।

5

জরুরি এ্যাম্বুলেন্স সেবা

সরকারি এ্যাম্বুলেন্স বেসরকারি এ্যাম্বুলেন্স সেবা।

ব্যক্তিগত যানবাহন কর্তৃক সেবা।

6

নারী শিশু নির্যাতনে সহায়তা

স্থানীয় প্রশাসন, বাংলাদেশ পুলিশ নারী শিশু নির্যাতনে জরুরি সহায়তা প্রদান করেন।

স্থানীয় জনপ্রতিনিধি সহায়তা প্রদান করেন।

 সেশন-1

জরুরি সেবার হটলােইন নম্বরসমূহ

ক্রমিক

জরুরি সেবার নাম

জরুরি সেবা পাওয়ার নম্বর

1

জাতীয় জরুরি কল সেন্টার

999

2

জাতীয় তথ্য সেবা

333

3

দুর্নীতি দমন কমিশন

106

4

নারী শিশু নির্যাতন

109/10921

5

শিশু সহায়তা

1098

6

ইউনিয়ন পরিষদ সেবা যেমন জন্মনিবন্ধন, মৃত সনদ

16256

7

জাতীয় পরিচয়পত্র

105

8

কৃষি সেবা

16123

9

সরকারি আইন সেবা

16430

10

দুর্যোগের আগাম বার্তা

109430

11

প্রবাস সেবা

10941

 সেশন- 2

জরুরি ঘটনা

কোন জরুরি নম্বরে ফোন করলে ভালো হতো?

গত পরশু সোনাতলা থানার কাবিলপুর এলাকার জন প্রতিনিধি মোঃ হারুন মিয়া রাতের আধারে নিজ বাড়িতে ডেকে নিয়ে কৌশলে একই এলাকার বুদ্ধিপ্রতিবন্দী লিমা আক্তার (১১) কে বিয়ে করেন। পরের দিন বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি আইনগত ব্যবস্থা গ্রহণ করেন, কিন্তু পুলিশ অভিযান চালালেও হারুন মিয়া গ্রেফতার হয়নি।

৯৯৯/১০৯/ ১০৯২১

মিনার বাবা বিদেশে থাকে। তার বাবা অনেক অসুস্থ। বিদেশে মিনার আর কোনো আত্মীয় বা পরিচিত কেউ নেই। মিনা অনেক চেষ্টা করেও বাবার কোনো খোঁজ নিতে পারছেন না কিংবা কোনো সাহায্য করতে পারছেন না।

০৯৬৫৪৩৩৩৩৩৩

রায়হানের বাবা এবং তার চাচা ঘূর্ণিঝড় সিত্রাং এর তিন দিন আগে বঙ্গোপসাগরে যান মাছ শিকার করতে। ঘূর্ণিঝড় সিরাং তাদের নৌকা ডুবে যায় এবং সব কিছু হারিয়ে যায়।

10941

 সেশন- 

কৃষি জরুরি সেবার কল সেন্টারের কর্মকর্তার সাথে কথোপকথন:

আমি      :  হ্যালো এটা কি ১৬১২৩।

প্রতিনিধি :  শুভ সকাল। জরুরি কৃষি সেবা থেকে আমি আরহি বলছি। আপনার নাম ঠিকানা আর যোগাযোগের নম্বরটি বলবেন কি?

আমি    : জি, আমি জাকির, পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার গোলখালী গ্রাম থেকে বলছি।

প্রতিনিধি  :  ধন্যবাদ, আপনার সমস্যার কথা বলুন। কিভাবে আপনাকে সহযো করতে পারি।

আমি :  আমার ধান ক্ষেতে একটা নতুন পোকা পেয়েছি। যা আমার মারাত্মক ক্ষতি করছে।

প্রতিনিধি : ধন্যবাদ, আপনার সমস্যাটি নোট করা হলো। অতি দ্রুত আপনার ঠিকানায় উপজেলা কৃষি কর্ম যাবেন এবং আপনার দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করবেন। আপনাকে আর কিভাবে সাহায্য করে করতে পারি।

আমি ধন্যবাদ আপনাকে, আর কোনো সমস্যা নেই।

প্রতিনিধি ধন্যবাদ জনাব জাকির সাহেব, ভালো থাকবেন।

 সেশন- 

জরুরি সেবা ৯৯৯ কথোপকথন কেমন হতে পারে:

আমি      : হ্যালো এটা কি  ৯৯৯।

প্রতিনিধি   :  শুভ সকাল। ৯৯৯ থেকে  আমি প্রলয় সাহা বলছি। আপনার নাম ঠিকানা আর যোগাযোগের নম্বরটি বলবেন কি?

আমি  :  জি আমি নেত্রকোনা জেলার, মোহনগঞ্জ উপজেলার মানশ্রী গ্রাম থেকে দিনিয়াত জেরিন বলছি। আমার যোগাযোগ নম্বর হলো- 01715................

প্রতিনিধি   : ধন্যবাদ স্যার, আপনাকে কিভাবে সহায়তা করতে পারি।

আমি  : অত্র এলাকার মাতব্বর মনির মিয়া তার বাড়িতে আনুমানিক ১২ বছরের একটি মেয়েকে দিয়ে বাড়ির সমস্ত ভারী কাজ করাচ্ছেন এবং প্রতিদিন শারিরিক নির্যাতনও করছেন।

প্রতিনিধি  : আপনি মোহনগঞ্জ থানার আওতাধীন, মোহনগঞ্জ থানার ওসি আমাদের সাথে লাইনে আছেন আপনি নির্যাতনের শিকার মেয়েটির ঠিকানা বলুন।

আমি   : মানশ্রী গ্রামের রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে মনির মিয়ার বাড়িতে শিশু   নির্যাতিত হচ্ছে।

প্রতিনিধি  : আমরা এখনই আইনি ব্যবস্থা গ্রহণ করছি। ধন্যবাদ আপনাকে।

আমি   : ধন্যবাদ।

 সেশন- 

 সেশন- 

জরুরি সেবা তথ্যকেন্দ্র স্থাপনঃ

দল-1

(জরুরি সেবার নাম ও জরুরি সেবার নম্বর)

দল-2

(জরুরি সেবা প্রান্তি উপায়)

জাতীয় জরুরি সেবা কল সেন্টার নম্বর: 999

আমি : হ্যালো এটা কি  ৯৯৯

প্রতিনিধি : শুভ সকাল, ৯৯৯ থেকে আমি রাফি বলছি। আপনার নাম ঠিকানা

যোগাযোগের নম্বরটি বলবেন কি?

আমি : জি, আমি মিতু, পটুয়াখালী, কলাপাড়া উপজেলা থেকে বলছি।

প্রতিনিধি : ..........................................

আমি : ..........................................

প্রতিনিধি : ..........................................

দল-3

(জরুরি সেবা পেতে কী কী বিষয় মনে রাখা জুররি।)

দল-4

(জরুরি সেবার বুকলেট)

১। অহেতুক জরুরি নম্বরগুলোতে কল করা যাবে না, তাই শুধু প্রয়োজনীয় তথ্য জানার জন্য আমরা জরুরি সেবা নেব।

২। জরুরি সেবার নম্বরে কল করলে অনেক সময় নির্দিষ্ট সেবার জন্য নির্দিষ্ট প্রতিনিধির সাথে কথা বলতে বা বা ইত্যাদি নম্বরে চাপ দিতে হয়।

কার্যপরিধি :

. জীবন বিপন্ন হতে পারে এমন ঘটনা

. নারী শিশুর প্রতি যেকোনো হয়রা সহিংসতা, সম্মানহানি, ইভটিজিং ইত্যাদি।

. জীবন সম্পদ রক্ষার্থে তা মোকাবেলা করা প্রয়োজন এমন ঘটনা।

. মারাত্মক দুর্ঘটনা।

. দেশের মারাত্মক ক্ষি শিক্ষা রয়েছে এমন ঘটনা

. যেকোনো প্রাকৃতিক যোগে সহায়তা।

 

 সেশন- 

বাড়ির কাজঃ সংখ্যা ধাঁধা মিলিয়ে জরুরি সেবার নম্বর খুঁজে বের করি।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

নম্বরের পাশে জরুরি সেবার নাম :

ক। ১০৯, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ দমন কল সেন্টার।

খ। ১০৫, জাতীয় পরিচয়পত্র তথ্য কল সেন্টার।

গ। ১৬২৬৩, বাংলাদেশ সরকারের স্বাস্থ্য কল সেন্টার।

ঘ। ১৬১২৭৩, কৃষি বিষয়ক সেবা।

ড। ১৯৯, জাতীয় জরুরি কল সেন্টার।

চ। ১৬২৫৬, ইউনিয়ন সহাযতামূলক কল সেন্টার।

সংকেত উপার থেকে নীচঃ

ক। ১২০ থেকে ১১ বিয়োগ

     উত্তর : ১০৯.

খ। ৩৫ এর সাথে ৩ গুণ

     উত্তর : ১০৫

গ। ১৬২৩৮ সাথে ২৫ যোগ

     উত্তর : ১৬২৬৩

 

ৰাম থেকে ডানঃ

ঘ। ১৬২০০ থেকে ৭৭ বিয়োগ

     উত্তর : ১৬১২৩

ঙ।  ১১১০ থেকে ১১১ বিয়োগ

      উত্তর: ১৯৯

চ। ১৬৩০০ থেকে ৪৪ বিয়োগ

     উত্তর: ১৬৩০০

 সেশন- 

শ্রেণির বাইরের কাজঃ

“আবহাওয়ার আগাম বার্তা কল সেন্টার থেকে জরুরি তথ্য নিয়ে নিচের ছকটি পূরণ করি। 

সেবার নাম

 

জরুরি তথ্য সেবা গ্রহণের নম্বর

 

যে তথ্যের জন্য কল করা হয়েছে

 

তথ্য প্রদানকারী কে ছিলেন

 

যে তথ্য পাওয়া গেল

আবহাওয়ার ১০ আগাম বার্তা

10941

আগামী দিনের আবহাওয়ার পূর্বাভাসের তথ্য নেওয়ার জন্য-

মোঃ আব্দুল মান্নান। আবহাওয়াবিদ, ঝড় সতর্কীকরণ কেন্দ্র, আবহাওয়া কমপেক্স, আগারগাঁও ঢাকা

আগামী ৭ দিনে কোন ঝড় বা বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। ভোরের দিকে ঠান্ডার আমেজ বাড়তে থাকবে। তবে বেলা বাড়লেই আবার গরম লাগবে। আকাশ ভারী মেঘহীন এবং পরিষ্কার থাকবে।

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!