৬ষ্ঠ ও ৭ম শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়নে ‘নৈপুণ্য’ অ্যাপ ব্যবহারের গাউডলািইন - Guidelines for use of 'Naipunya' app in assessment of 6th and 7th standard students

Mohammad Rashed
0

জেনে নিন ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়নে ‘নৈপুণ্য’ অ্যাপ ব্যবহার করবেন যেভাবে -

৬ষ্ঠ ও ৭ম শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়নে ‘নৈপুণ্য’ অ্যাপ ব্যবহারের গাউডলািইন


আগামী শনিবার সকাল ১০টায় অ্যাপটি উন্মুক্ত করা হবে। সব শিক্ষা প্রতিষ্ঠানকে ওইদিন থেকে ৮ নভেম্বরের মধ্যে এই অ্যাপে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

ষষ্ঠ ও সপ্তমে শ্রেণিতে চালু হওয়া নতুন শিক্ষাক্রমের শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ‘নৈপুণ্য’ নামের একটি অ্যাপ তৈরি করেছে।

বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক ‘অতীব জরুরি’ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিষয়: ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষর্থীদের মূল্যায়নের জন্য 'নৈপুণ্য' অ্যাপ ব্যবহারের গাইডলাইন সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রেরণ ও রেজিস্টেশন সংক্রান্ত।

(সূত্র: এনসিটিবি'র স্মারক নং- পিউ কাউপিই / ১৮ / ২০০২ ইং(পার্ট-১)/২৫৩৭, তারিখ: ০২ নভেম্বর, ২০১৩ খ্রিস্টাব্দ)

উপযুক্ত বিষয় ও সূত্রের আলোকে সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জাতীয় শিক্ষাক্রম ২০১২ অনুযায়ী ২০২৩ শিক্ষা থেকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে চালুকৃত মুল্যায়ন পদ্ধতিতে শিখনকালীন ও সামষ্টিক মূল্যায়নের তথ্য সংরক্ষণ ও স্বয়ংক্রিয়ভাবে রিপোর্ট কার্ড প্রস্তুতের সুবিধার্থে 'এটুআই এর কারিগর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুর বোর্ড কর্তৃক ‘নৈপুণ্য’ নামে একটি অ্যাপ উন্নয়ন করা হয়েছে। অ্যাপটি আগামী ০৪ নভেম্বর ২০২৩, সকাল ১০ টা থেকে উন্মুক্ত করা হবে। 'নৈপুণ্য' ম্যাপটির ওয়েব ভার্সন ব্যবহার সংক্রান্ত একটি গাইডলাইন বা নির্দেশনা তৈরি করা হয়েছে। সকল শিক্ষা প্রতিষ্ঠানকে আগামী ০৪/১১/২০১৩ থেকে ০৮/১১/২০১৩ তারিখের মধ্যে "নৈশূন্য" অ্যাপে “রেজিস্ট্রেশন” সম্পন্ন করতে হবে।

এমতাবস্থায়, সকল শিক্ষা প্রতিষ্ঠানকে অ্যাপটির ঘরে ডান ব্যবহার সংক্রান্ত গাইডলাইন বা নির্দেশনা অনুযায়ী আগামী ০৪/১১/২০১৩ থেকে ০৮/১১/২০২৩ তারিখের মধ্যে 'নৈশূণ্য' অ্যাগে ‘রেজিস্ট্রেশন’ সম্পন্ন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

বিতরণ:

১। অধ্যক্ষ/প্রধান শি

সরকারি মাধ্যমিক বিদ্যালয় স্কুল এন্ড কলেজ (সকল) 

২। অধ্যক্ষ/প্রধান শিক্ষক

বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও স্কুল এন্ড কলেজ (সকল)

সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি প্রেরণ করা হলো (জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয়):

০১। সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়।

০২ । চেয়ারম্যান, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, ঢাকা 

০৩। চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড (সকল)।

০৪। মাননীয় মন্ত্রীর একান্ত সচিব, মন্ত্রীর দখর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়।

০৫। মাননীয় উপমন্ত্রীর একান্ত সচিব, উপমন্ত্রীর দপ্তর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়।

০৬। পরিচালক (কলেজ ও প্রশাসন/মাধ্যমিক / প্রশিক্ষণ/পরি ও উ:অর্থকামনি এন্ড ইভা), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা।

০৭। স্কিম পরিচালক, ডিসেমিনেশন অফ নিউ কারিকুলাম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষার বাংলাদেশ, ঢাকা।

০৮। পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সকল অঞ্চল

(পত্রের নির্দেশনা প্রতিষ্ঠান হচ্ছে কিনা তা নিশ্চিতকরণের অনুরোধসহ)।

০৯। জেলা প্রশাসক, সকল। 

১০। উপপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, সকল অঞ্চল।

(পেত্রের নির্দেশনা প্রতিষ্ঠান হচ্ছে কিনা তা নিশ্চিতকরণের অনুরোধসহ)।

১১। সিনিয়র সিস্টেম এনালিষ্ট ইএমআইএস সেল, মাউশি অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা

(পত্রটি মাউশি অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশের অনুরোধসহ)।

১২। জেলা শিক্ষা অফিসার, সকল জেলা

(পত্রের নির্দেশনা প্রতিষ্ঠান প্রধান হচ্ছে কিনা তা নিশ্চিতকরণের অনুরোধসহ্হ)

 ১৩। উপজেলা  নির্বাহী অফিসার সকল উপজেলা

১৪। উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসার, সকল উপজেলা/থানা 

(পত্শেরের নির্দেশনা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক যথাযথ বাস্তবায়ন হচ্ছে কিনা তা নিশ্চিতকরণের অনুরোধসহ)

১৫। পিএ টু মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদ্যার বাংলাদেশ, ঢাক

১৬। সংরক্ষণ নথি।

'নৈপুণ্য' ওয়েব ভার্সন ব্যবহার সংক্রান্ত গাইডলাইন

প্রতিষ্ঠান প্রধানের জন্য করণীয়।

ইআইআইএন (EIIN)ধারী স্কুলের লাইন প্রক্রিয়া

• তথ্য-প্রযুক্তিভিত্তিক মূল্যায়ন বিষয়ক আপ ‘নৈপুণ্য’ ব্যবহার করতে হলে ইন্টারনেট ব্রাউজারে গিয়ে master.noipunno.gov.bd ব্রাউজ করুন।

• প্রতিষ্ঠান প্রধানের মোবাইল নম্বরে প্রাপ্ত 'ইউজার আইডি''পিন’ ব্যবহার করে প্রথমে 'লাইন' করুন।

• প্রথমবার ‘লগইন’ করার সময় পূর্বের ‘পিন’ নম্বরটি পরিবর্তন করে আপনার পছন্দের ‘পিন’ কনে নিন।।

ইআইআইএন (EIIN) বিহীন স্কুলের লগইন প্রক্রিয়া

• তথ্য-প্রযুক্তিভিত্তিক মূল বিষয়ক আপ ‘নৈপুণ্য’ ব্যবহার করতে হলে ইন্টারনেট ব্রাউজারে গিয়ে master.noipunno.gov.bd ব্রাউজ করুন।

• যে সকল প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বর নেই, সেসব প্রতিষ্ঠানের ক্ষেত্রে 'লগইন' পেজের 'রেজিস্ট্রেশন' প্রপশন ক্লিক করুন। ক্লিকের পর 'রেজিস্ট্রেশন’ ফর্মটি দেখতে পাবেন। যথাযথ তথ্য দিয়ে রেজিস্ট্রেশন ফর্মটি সাবমিট করলে তা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ইমেইলে পৌঁছে যাবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস তখন আবেদনটি অনুমোদন করবেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অনুমোদনের পর প্রতিষ্ঠান প্রধানের মোবাইলে একটি সিস্টেম সোনারেটেড নাম্বার (SGN*****), একটি 'ইউজার আইডি''পিন’ নম্বর যাবে। প্রতিষ্ঠান প্রধানের মোবাইল নম্বরে প্রাপ্ত সিস্টেম জেনারেটেড মাছার (SGN*****), ‘ইউজার আইডি’‘পিন’ ব্যবহার করে প্রথমে ‘লগইন’ করুন।

প্রথমবার 'লগইন' করার সময় পূর্বের 'পিন' নম্বরটি পরিবর্তন করে আপনার পছন্দের    পিন’ নম্বর সেট করে নিন।

(বিশেষ দ্রষ্টব্য: 'লগইন করতে কোনো সমস্যা 09638600700' হেরালাইনে ফোন করুন।)

লগইন পরবর্তী করণীয়:

‘লগইন’ শেষে 'হোম পেজে’ আপনি বিদ্যালয়সংশ্লিষ্ট সাত (৭)টি ব্যবস্থাপনা দেখতে পাবেন। উরু ব্যবস্থাপনাগুলো ‘ব্যবস্থাপনা’ রে ড্র-ডাউনেও দেখতে পাবেন। এই ব্যবস্থাপনাগুলো প্রতিষ্ঠান প্রধানের আইডি থেকে সম্পন্ন করতে হবে।



Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!