সপ্তম শ্রেণি (বাংলা)
• এ ধরনের লেখায় যুক্তিনির্ভর ও বিশ্লেষণমূলক আলোচনা বা মতামত প্রাধান্য পায়।
• বিশ্লেষণমূলক লেখায় প্রয়োজনে তথ্য-উপাত্ত বা ছক ও সারণি ব্যবহার করা হয়।
• এ ধরনের লেখায় সুনির্দিষ্ট বিষয়ের ওপর পর্যালোচনা, মতামত, বা প্রতিক্রিয়া থাকে।
• এ ধরনের লেখায় ব্যক্তিগত মতামতের সুযোগ কম থাকে।
• বিশ্লেষণমূলক লেখায় ভাষা সহজ-সরল ও প্রাঞ্জল হয়।