৭ম শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষার বার্ষিক সামষ্টিক মূল্যায়ন কর্মদিবস - ১ এর সমাধান- Solutions for Class 7 Islamic and Moral Education Annual Summative Assessment Workday - 1

Mohammad Rashed
0

বিষয়: ইসলাম শিক্ষা

 কর্মদিবস-১: ৯০ মিনিট

৭ম শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষার বার্ষিক সামষ্টিক মূল্যায়ন কর্মদিবস - ১ এর সমাধান- Solutions for Class 7 Islamic and Moral Education Annual Summative Assessment Workday - 1

কাজ-১: ডেঙ্গু বা অন্য কোন রোগ হলে আক্রান্ত রোগের সেবায় যা করা উচিত, তা নিচে উল্লেখ করা হলো-


১। ডেঙ্গু হলে আতঙ্কিত না হয়ে যথেষ্ট বিশ্রাম নেওয়ার জন্য পরামর্শ দিব ।
২। জ্বর কমানোর জন্য প্যারাসিটামল দিবো ।
৩। প্রচুর পরিমাণে পানি, ডাবের পানি, খাবার স্যালাইন, ফলের রস ইত্যাদি গ্রহণ করতে হবে।
৪। নিজে নিজে কোনো অ্যান্টিবায়োটিক বা ব্যাথানাশক খাওয়া যাবে না ।
৫। জ্বর সেরে ওঠার সময়টুকুতে বেশি সাবধান থাকতে হবে। কারণ, এ সময়ই জটিলতাগুলো দেখা দিতে থাকে। তাই চিন্তা না করার অনুরোধ করবো।
৬। জ্বর কমার সঙ্গে সঙ্গে কর্মস্থলে যোগ দেওয়া যাবে না ৷
৭। বাড়িতে নিয়মিত রক্তচাপ মাপতে হবে।
৮। প্লাটিলেট এক লাখের নিচে নামলে বা হিমাটোক্রিট পরিবর্তন হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে, ৫০ হাজারের নিচে নামলে হাসপাতালে ভর্তি হতে হবে।
৯। এ ছাড়া অনেক বমি, শরীরের যেকোনো জায়গায় রক্তপাত, রক্তচাপ কমে গিয়ে দুর্বল অনুভব করা, প্রচন্ড পেটব্যাথা,অস্থিরতা ও অস্বাভাবিক আচরণ, হাত-পা শীতল হয়ে আসা ইত্যাদি লক্ষণ দেখা দিলে রোগীকে হাসপাতালে নিন।
১০। রোগী এই সময় প্রচুর মানসিক চাপে থাকে; তাই সবসময় তাকে ভরসা দিবো।


কাজ-২: ডেঙ্গু বা অন্য কোন রোগ আক্রান্ত রোগীর সেবায় ইসলামি বিধি-বিধান অনুসারে কী করব, তা নিচে উল্লেখ করা হলো-

১। রোগীর শরীল সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন অর্থাৎ পবিত্র রাখতে হবে ।
২। নিয়মিত নামাজ পড়ার জন্য আহবান করতে হবে।
৩। রোগীর সুস্থতার জন্য দোয়া ও মোনাজাত করব ।
৪। সবসময় আল্লাহকে স্মরণ করা।
৫। ডেঙ্গু হলে আতঙ্কিত না হয়ে যথেষ্ট বিশ্রাম নেওয়ার জন্য পরামর্শ দিব ।
৬। প্রচুর পরিমাণে পানি, ডাবের পানি, খাবার স্যালাইন, ফলের রস ইত্যাদি গ্রহণ করতে হবে।

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Ok, Go it!