ষষ্ঠ শ্রেণি (ইসলাম শিক্ষা )

ধাপ-২ (দ্বিতীয় কর্মদিবস: ৯০ মিনিট) |
প্রতিবেশিদের প্রতি সদাচার
সময়: সকাল ১০ টায়
স্থান: একটি স্কুলের শ্রেণিকক্ষ
কামাল: একজন শিক্ষক
হোসেন: একজন ছাত্র
নিলয়: একজন ছাত্র
নিলিমা: একজন ছাত্রী
বাইজিদ: একজন ছাত্র
দৃশ্য-১:
কামাল: আজ আমরা আমাদের পাঠ্যপুস্তকের একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। বিষয়টি হলো“ “প্রতিবেশিদের প্রতি সদাচার”
হোসেন: প্রতিবেশিদের প্রতি সদাচার বলতে কী বোঝায়, স্যার?
কামাল: প্রতিবেশিদের প্রতি সদাচার বলতে বোঝায়, তাদের সাথে মিলেমিশে থাকা এবং ভালো ব্যবহার করা।
নিলয়: কুরআন ও হাদিসে কি প্রতিবেশিদের প্রতি সদাচার ব্যাপারে কোন নির্দেশনা দেওয়া হয়েছে?
কামাল: হ্যাঁ, কুরআন ও হাদিসে প্রতিবেশিদের প্রতি সদাচার বিষয়ে অনেক নির্দেশনা দেওয়া আছে ।
দৃশ্য-২ঃ
বাইজিদ: প্রতিবেশীদের সঙ্গে সুন্দর আচরণ ইমানের মৌলিক অংশ হিসেবেও অন্তর্ভুক্ত। আবু হুরাইয়া (রা.) বলেন, নবী (সা.) বলেছেন, “আল্লাহর কসম, সে ব্যক্তি মুমিন নয়। আল্লাহর কসম, সে ব্যক্তি মুমিন নয়। আল্লাহর কসম, সে ব্যক্তি মুমিন নয়।” জিজ্ঞেস করা হলো, কোন ব্যক্তি? হে আল্লাহর রাসুল, তিনি বললেন, যে লোকের প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপদ থাকে না। কোনো মুসলিম প্রতিবেশী প্রতিবেশীর অনিষ্ট করার তো দূরের কথা; প্রতিবেশী অনিষ্ট করার কথা চিন্তাও করতে পারে না।
নিলিমা: এমন কোন কাহিনী কি কুরানে বর্ণিত আছে যেখানে প্রতিবেশিদের সাথে খারাপ করার পরিমাণ উল্লেখ আছে?
কামাল: হ্যাঁ, আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত, ‘এক ব্যক্তি এসে রাসুলুল্লাহ (সা.) কে বলল, এক নারীর ব্যাপারে প্রসিদ্ধ, সে বেশি বেশি (নফল) নামাজ পড়ে, রোজা রাখে, দুই হাতে দান করে । কিন্তু জবানের দ্বারা স্বীয় প্রতিবেশীকে কষ্ট দেয়। এই ক্ষেত্রে তার অবস্থা কী হবে?
রাসুলুল্লাহ (সা.) বললেন, 'সে জাহান্নামে যাবে।' আরেক নারী বেশি (নফল) নামাজও পড়ে না, খুব বেশি রোজাও রাখে না আবার তেমন দান সদকাও করে না; সামান্য দু-এক টুকরা পনির দান করে প্রতিবেশীকে। তবে সে জবানের দ্বারা প্রতিবেশীকে কষ্ট দেয় না। (এই নারীর ব্যাপারে কি বলেন? নবী (সা.) বললেণ, ‘সে জান্নাতি”।
দৃশ্য-৩:
নিলয়: প্রতিবেশিদের সাহায্য করার ব্যাপারে কিছু বলুন?
হোসেন: অবশ্যয় নিলয়, বাড়িতে ভালো তরকারি রান্না হলে প্রতিবেশীকে না জানালেও তারা এর ঘ্রাণ পেয়ে থাকে। প্রতিবেশীকে তরকারি দেয়ার জন্য বাড়তি তরকারি রান্নার নির্দেশনাও ইসলাম দিয়েছে। আবু জর (রা.) বলেন, 'একদা রাসুলুল্লাহ (সা.) বললেন, 'হে আবু জর! যখন তুমি ঝোল (ওয়ালা তরকারি) রান্না করবে, তখন তাতে পানির পরিমাণ বেশি করো। অতপর তোমার প্রতিবেশীর বাড়িতে রীতিমতো পৌঁছে দাও ৷
কামাল: ইসলাম নির্ধারিত প্রতিবেশীদের হক যথাযথভাবে আদায় করলে সমাজে সুখের সুশীতল হিমেল হাওয়া বইবে। মানুষের মধ্যে ভালোবাসার এক গভীর বন্ধন গড়ে উঠবে।
(সবাই এক সাথে বলে উঠল): আল্লাহ সবার মঙ্গল করুক।